মহিলা কমিশনের কর্মীদের চাকরিচ্যুত করায় এলজির ওপর ক্ষুব্ধ স্বাতি মালিওয়াল, বললেন- 'আমাকে জেলে ঢোকাও কিন্তু…কমিশন বন্ধ হতে দেব না'।
দিল্লির এলজি ভি কে সাক্সেনা মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে অপসারণের নির্দেশ জারি করেছেন। এঁদের সকলকেই দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন স্বাতি মালিওয়াল নিয়োগ করেছিলেন। দিল্লির লেফট্যান্ট গর্ভনর এক নির্দেশ জারি করে বলেন, কমিশনে মাত্র ৪০টি পদ মঞ্জুর করেছে। অথচ বিপূল নিয়োগ করা হয়েছে। কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন এবং বর্তমানে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল সকলকে নিয়োগ করেছিলেন। এখন স্বাতি মালিওয়াল এলজির এই পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং সতর্ক করে বলেছেন, যতদিন তিনি বেঁচে আছেন, তিনি দিল্লি মহিলা কমিশনকে প্রভাবিত হতে দেবেন না। স্বাতি মালিওয়াল এলজির আদেশকে তুঘলকির নির্দেশ বলে অভিহিত করেছেন এবং পরবর্তী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লি মহিলা কমিশনের কর্মীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছেন। দিল্লির এলজি দিল্লি মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে। এদের সকলকেই দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন স্বাতি মালিওয়াল নিয়োগ করেছিলেন। অভিযোগ রয়েছে যে দিল্লি মহিলা কমিশনের তৎকালীন চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোন অনুমতি ছাড়াই তাদের নিয়োগ করেছিলেন।
দিল্লির এলজির সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাতি মালিওয়ালও। মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেছেন, 'এলজি সাহেব ডিসিডব্লিউ-এর সমস্ত চুক্তি কর্মীদের সরিয়ে দেওয়ার জন্য তুঘলকি ফরমান জারি করেছেন। আজ, মহিলা কমিশনে মোট ৯০ জন কর্মী রয়েছেন, যার মধ্যে মাত্র ৮ জন সরকার দিয়েছে, বাকিরা ৩ মাসের জন্য চুক্তিতে রয়েছে। সব কন্ট্রাক্ট স্টাফদের সরিয়ে দিলে মহিলা কমিশনে তালা ঝুলবে। যতদিন বেঁচে আছি, মহিলা কমিশন বন্ধ হতে দেব না। আমাকে জেলে ভরো, কিন্তু নারী নির্যাতন বন্ধ হোক!
জানা গিয়েছে যে দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন (ডব্লিউসিডি) বিভাগ ডিসিডব্লিউকে সেই চুক্তিভিত্তিক কর্মচারীদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছে, যাদেরকে বলা হয়েছে 'সঠিক পদ্ধতি অনুসরণ না করে' নিয়োগ করা হয়েছিল।