New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/Ludhiana-court-bomb-blast.jpg)
আদালতে বিস্ফোরণ।
লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকজন জখম হয়েছেন। আদালতের দ্বিতীয় তলে শৌচালয়ে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পরপরই হুলস্থূল পড়ে যায় আদালত চত্বরে। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন প্রত্যেকে।
Advertisment
এদিন ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানিয়েছেন, আদালতের কাজ চলার সময়েই এদিন বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ভবন। আদালতের দ্বিতীয় তলে শৌচালয়ে বিস্ফোরণ ঘটেছে।
The explosion took place at a time when the district court was functioning.
Read more: https://t.co/dwl8PKCRmZpic.twitter.com/t89rwC5pfh— The Indian Express (@IndianExpress) December 23, 2021
Advertisment
বিস্তারিত আসছে…