Advertisment

গভীর কুয়োয় পড়ে গেল ৫ বছরের শিশু, চলছে উদ্ধারকাজ

মধ্য়প্রদেশের নিওয়াদি জেলায় ২০০ ফিট গভীর কুয়োয় এক ৫ বছরের বালক পড়ে গিয়েছে। বালকটিকে উদ্ধার করার কাজ ইতিমধ্য়েই শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhya Pradesh boy falls in bore well

এদিন সকালে কুয়োয় পড়ে যায় শিশুটি।

কুয়োয় পড়ে গেল ৫ বছরের খুদে। মধ্য়প্রদেশের নিওয়াদি জেলায় ২০০ ফিট গভীর কুয়োয় এক ৫ বছরের বালক পড়ে গিয়েছে। শিশুটিকে উদ্ধার করার কাজ ইতিমধ্য়েই শুরু হয়েছে।

Advertisment

জানা যাচ্ছে, বারহবুজুর্গ গ্রামে ঘটনাটি ঘটেছে। যা জেলা সদর থেকে ৩৬ কিমি দূরে। এদিন সকালে কুয়োয় পড়ে যায় শিশুটি। এ ঘটনা প্রসঙ্গে পৃথ্বীপুর থানার ইন-টার্জ নরেন্দ্র ত্রিপাঠি জানিয়েছেন, ‘‘শিশুটির নাম প্রহ্লাদ। শ্রমিকরা কাজ করছিলেন, সেসময়ই কুয়োয় পড়ে যায় শিশুটি’’।

তিনি আরও জানিয়েছেন, ‘‘কুয়োর মধ্য়ে ঠিক কোথায় পড়ে রয়েছে শিশুটি, তা এখনও স্পষ্ট নয়। মাটি থেকে ১০০ ফিট পর্যন্ত জল রয়েছে কুয়োটিতে’’।

আরও পড়ুন: ফের বাড়ল দৈনিক সংক্রমণ, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ লক্ষ পার

বিশেষজ্ঞদের নিয়ে উদ্ধারকাজ শুরু করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। টুইটারে তিনি লিখেছেন, উদ্ধারকাজ চলছে। ঈশ্বরের কাছে শিশুটির দীর্ঘায়ু কামনা করি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment