ক’মাস বাদেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই এবার মধ্যপ্রদেশে রাজনৈতিক তরজা শুরু হল জোরকদমে। ভোটপ্রচারে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সিদ্ধি জেলার চুরহাট এলাকায় আসন্ন বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এ ঘটনায় মুখ্যমন্ত্রী অক্ষত আছেন বলেই সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন চুরহাটের পুলিশ ইন্সপেক্টর রামবাবু চৌধুরি।
দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ উঠেছে। যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেটি বিরোধী নেতা অজয় সিংয়ের কেন্দ্র বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র রাজনীশ আগরওয়াল।
আরও পড়ুন, শৃঙ্খলাকে স্বৈরতন্ত্র নামে ডাকা হচ্ছে: নরেন্দ্র মোদী
পরে ‘জন আশীর্বাদ যাত্রা’ কর্মসূচিতে জেলায় একটি সভায় এ ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিরোধী নেতা অজয় সিংকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "অজয় সিং, যদি আপনার শক্তি থাকে, তবে সামনাসামনি এসে আমার লঙ্গে লড়াই করুন।" এরপর শিবরাজ সিং চৌহান আরও বলেন, "আমি শারীরিক ভাবে দুর্বল হয়তো, কিন্তু আপনার কার্যকলাপে মাথা নোয়াব না। রাজ্যের মানুষ আমার সঙ্গে রয়েছেন।"
এ ঘটনা ঘিরে চাপানউতোর শুরু হতেই পরে প্রেস রিলিজ প্রকাশ করে অজয় সিং জানান যে, পাথর ছোড়ার ঘটনায় কংগ্রেসের কেউই জড়িত নন। তাঁর দল যে হিংসার সংস্কৃতি অনুসরণ করেন না, তাও তিনি স্পষ্ট করে জানান। একইসঙ্গে তিনি বলেন, "আমার সন্দেহ হচ্ছে এটা খুব পরিকল্পিত করে করা হয়েছে।" গোটাটাই ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি।