Advertisment

মধ্যপ্রদেশে শ'তিনেক 'স্মার্ট গোশালা', সাহায্য আসবে বিদেশ থেকে

মন্ত্রী যাদব জানিয়েছেন পরিকল্পনা রয়েছে বছর প্রতি ষাটটি করে স্মার্ট গোশালা তৈরি করতে বলা হবে বিদেশি সংস্থাকে। এ ভাবে পাঁচ বছরের মধ্যে তিনশটি গোশালা তৈরির পরিকল্পনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিদেশি সংস্থার সঙ্গে কথাবার্তা এগিয়েছে একধাপ। মধ্যপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জুড়ে ৩০০টি স্মার্ট গোশালা তৈরি করা হবে। শনিবার এই খবরের সত্যতা সুনিশ্চিত করেছে সে রাজ্যের পশু প্রতিপালন মন্ত্রী লক্ষ্মণ সিং যাদব।

Advertisment

মন্ত্রী যাদব জানিয়েছেন পরিকল্পনা রয়েছে বছর প্রতি ষাটটি করে স্মার্ট গোশালা তৈরি করতে বলা হবে বিদেশি সংস্থাকে। এ ভাবে পাঁচ বছরের মধ্যে তিনশটি গোশালা তৈরির পরিকল্পনা রয়েছে।

মধ্যপ্রদেশের পশু প্রতিপালন মন্ত্রী লক্ষ্মণ সিং যাদব পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন "রাজ্যে ৩০০ টি স্মার্ট গোশালা তৈরির পরিকল্পনা মাথায় রেখে বিদেশি এক সংস্থার সঙ্গে মউ স্বাক্ষরিত করতে চলেছি আমরা"।

আরও পড়ুন, মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা সিং ঠাকুরকে হাজিরা থেকে অব্য়াহতি

সরকারি সূত্রে খবর, অনাবাসী ভারতিয়দের কাছে শ'তিনেক বাতানুকূল গোশালা তৈরির জন্য আর্থিক অনুদান চাওয়ার সম্ভাবনা রয়েছে।

লক্ষ্মণ সিং যাদব অবশ্য জানিয়েছেন, এই স্মার্ট গোশালা ছাড়াও রাজ্যে হাজারটি গো ছাউনি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

২০১৮ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস সরকার। ক্ষমতায় আসার আগেই অবশ্য রাজ্যে গোশালা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস।

Read the full story in English

Advertisment