মধ্যপ্রদেশে ফের ধর্ষণ ও গর্ভপাতের হুমকির অভিযোগে গ্রেফতার নয় জন

ফের ধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের একটি পুনর্বাসন কেন্দ্রের মালিক এবং তাঁর পাঁচ কর্মচারীর বিরুদ্ধে। শুক্রবার ওই হোমের এক ২৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে হোমের পরিচালক।

ফের ধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের একটি পুনর্বাসন কেন্দ্রের মালিক এবং তাঁর পাঁচ কর্মচারীর বিরুদ্ধে। শুক্রবার ওই হোমের এক ২৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে হোমের পরিচালক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের ধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের একটি পুনর্বাসন কেন্দ্রের মালিক এবং তাঁর পাঁচ কর্মচারীর বিরুদ্ধে। শুক্রবার ওই হোমের এক ২৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে হোমের পরিচালক, তাঁর স্ত্রী এবং আরও কয়েকজন কর্মীকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রের খবর, নিগৃহীতা এক দোভাষী মারফত জানিয়েছেন, ধর্ষণের ঘটনার পর মেয়েটি গর্ভবতী হয়েছে, তা জানতে পারে হোমের কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় হুমকি দেওয়া। গর্ভপাত করিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ক্রমাগত হুমকি দেওয়া হয় মেয়েটিকে। এরপর নারী ও শিশু কল্যাণ বিভাগের একটি দল হোম পরিদর্শনে এলে বিষয়টি জানাজানি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। এক পুলিশ আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, নিরাপত্তা রক্ষী সাহিব সিং, ডঃ পুষ্পা মিশ্র ও প্রভা যাদব, হোমের পরিচালক বছর ৬০-এর ভি কে শর্মা ও তার স্ত্রীকে সহ অভিযুক্তদের আটক করা হয়েছে।

আরও পড়ুন: চার বছর বয়সীকে ধর্ষণ: আসামির মৃত্যুদণ্ড স্থগিত শীর্ষ আদালতে

Advertisment

এর আগেও মধ্যপ্রদেশে একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিকতম রিপোর্ট অনুসারে দেখা গিয়েছিল ২০১৬ সালে দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। গত সপ্তাহে সরকার অনুমোদিত একটি হোমে আবাসিকদের ওপর ভয়াবহ অত্যাচারের অভিযোগ ওঠে। সূত্রের খবর, এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক পরিচালিত মূক ও বধিরদের এই হোমে দীর্ঘ দিন ধরেই আবাসিকদের ওপর যৌন ও শারীরিক অত্যাচার চালানো হত। চলতি বছরের ১ জুলাই সাড়ে তিন বছরে এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ২৩ বছরের ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে মধ্যপ্রদেশের সাতনা আদালত।

rape