Jabalpur Double Murder Case: প্রেমের কাঁটা সরাতে বাবা-ভাইকে খুন, দেহাংশ ফ্রিজে ভরে চম্পট, পুলিশের জালে 'মোস্ট ওয়ান্টেড' নাবালিকা

পুলিশের সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা ১৯ বছর বয়সী এক যুবকের সঙ্গে সম্পর্কে আপত্তি জানায়। তারই বদলা নিতেই বাবাকে খুন করে মেয়েটি।

পুলিশের সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা ১৯ বছর বয়সী এক যুবকের সঙ্গে সম্পর্কে আপত্তি জানায়। তারই বদলা নিতেই বাবাকে খুন করে মেয়েটি।

author-image
IE Bangla Web Desk
New Update
madhya pradesh murder

প্রেমের কাঁটা সরাতে বাবা-ভাইকে খুন, দেহাংশ ফ্রিজে ভরে চম্পট, পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড নাবালিকা

Teen girl killed father and brother: দু'মাসেরও বেশি সময় ধরে পলাতক থাকার পর, মধ্যপ্রদেশে বাবা এবং আট বছর বয়সী ভাইকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বছর-১৫-এর এক নাবালিকাকে বুধবার হরিদ্বারে পুলিশ আটক করেছে। খুনের মূল অভিযুক্ত মেয়েটির সহযোগী মুকুল সিং পালিয়ে যায়। তার খোঁজে চলছে তল্লাশি। পুলিশ বলছে, অভিযুক্ত মুকুল তার চেহারা পরিবর্তন করে বিভিন্ন জাল সিম ব্যবহার করে আড়াই মাস পালিয়ে বেড়িয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা ১৯ বছর বয়সী এক যুবকের সঙ্গে সম্পর্কে আপত্তি জানায়। তারই বদলা নিতেই বাবাকে খুন করে মেয়েটি। পুলিশের সন্দেহ, খুনের পিছনে রয়েছে নাবালিকা মেয়েটির ওই বন্ধুও। জানা গিয়েছে বাবাকে খুন করে তার দেহ কেটে ফেলেন তারা দু'জন। ঘুম থেকে উঠে চোখের সামনে গোটা ঘটনাটি আট বছর বয়সী ভাই দেখে নেওয়ায় তাকেও খুন করা হয়েছে বলেই সন্দেহ পুলিশে।

এই জোড়া খুনের ঘটনাটি গত ১২ মার্চ সকালে প্রকাশ্যে আসে। বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে। মেঝে থেকে উদ্ধার হয় বাবার ক্ষতবিক্ষত দেহ। অন্যদিক ফ্রিজ থেকে উদ্ধা করা হয় বছর আটের ওই শিশুর দেহ।

Advertisment

আরও পড়ুন - < Manmohan Singh On Modi: ‘কখনও সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করিনি’! খোলা চিঠিতে মোদীকে খোঁচা মনমোহন সিংয়ের >

হরিদ্বারের এসএসপি পারমেন্দ্র ডোভাল বলেছেন, " মেয়েটিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জেরায় মেয়েটি জানিয়েছে যে জব্বলপুরে (মধ্যপ্রদেশের জেলা) তার বাবা এবং ভাইকে হত্যার জন্য তার নাম মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল। আমরা জবলপুর থানায় যোগাযোগ করলে তারা বিষয়টি নিশ্চিত করেন। জবলপুর পুলিশও এখানে জিজ্ঞাসাবাদের জন্য আসছে এবং তার পরে, আমরা মেয়েটিকে তাদের কাছে হস্তান্তর করব,”।

Madhya Pradesh Murder Love Jihad