Advertisment

Sagar Wall Collapse: ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, মর্মান্তিক মৃত্যু ৯ শিশুর

শিশুদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১৪ বছর।

author-image
IE Bangla Web Desk
New Update
madhya pradesh wall collapse

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় নিহতদের স্বজনদের জন্য 4 লাখ টাকা এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছেন (প্রতিনিধিত্বমূলক ছবি)

Sagar Wall Collapse: সাগরে মর্মান্তিক দুর্ঘটনা, দেওয়াল ধসে ৯ শিশুর মৃত্যু, গুরুতর আহত হয়েছে চারজন। রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের সাগর। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ শিশুর। জানা গিয়েছে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন দেওয়াল ধসে ৯ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। মৃতদের সকলের বয়স ১০ থেকে ১৪ বছর।

Advertisment

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব নিহতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। সাগর জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শিবলিঙ্গ তৈরি করতে শাহপুরা এলাকার হারদোই শিব মন্দিরে প্রচুর সংখ্যক স্কুল ছাত্র জড়ো হয়েছিল। মন্দির চত্বরের কাছে যেখানে ছাত্ররা শিবের শিবলিঙ্গ তৈরি করছিল সেখানেই ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির দেওয়াল। ঘটনার খবর পেয়ে প্রাক্তন মন্ত্রী গোপাল ভার্গব ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য কাজ শুরু করার নির্দেশ দেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদবও।

আরও পড়ুন - < Train Fire: দাউদাউ করে জ্বলছে ট্রেনের একাধিক বগি, কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, চূড়ান্ত আতঙ্ক >

মুখ্যমন্ত্রীর তরফে জেলা প্রশাসনকে আহত শিশুদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি এক্স-এ এক পোস্টে লিখেছেন “আজ, সাগর জেলার শাহপুরে অতিবৃষ্টিতে একটি জরাজীর্ণ বাড়ির দেওয়াল ধসে ৯ নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। আমি আহত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি,”। তিনি আরও লিখেছেন, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। মৃত শিশুদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে"।

accident Madhya Pradesh
Advertisment