Advertisment

উত্তরাখণ্ড সরকারের খরচে মহারাষ্ট্র রাজ্যপালের দেরাদুন সফর! ‘বাজে খরচ’, কটাক্ষ কংগ্রেসের

Uttarakhand: এই বিষয়ে রাজ্যের পূর্বতন কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছেন উত্তরখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra Governor, uttarakhand, Dehradun

বিএস কোশিয়ারি ফাইল ছবি।

Uttarakhand: উত্তরাখণ্ড সরকারের বিমানে দেরাদুন সফর করে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের রাজ্যপাল। রাজ্যপাল বিএস কোশিয়ারির এই কর্মসূচিতে সাংবিধানিক বিধিভঙ্গ হয়েছে। এই অভিযোগে সরব কংগ্রেস। অভিযোগ, ‘উত্তরাখণ্ড সরকারের খরচে বিমানে দেরাদুন সফর করে রাজ্যের ঘাড়ে আরও বেশি বোঝা চাপানো হল। এমনিতেই ঋণদীর্ণ এই রাজ্য।‘

Advertisment

গাড়োয়াল কংগ্রেসের মুখপাত্র গরিমা দাসাওনি বলেন, ‘মহারাষ্ট্রের উচিত ছিল রাজ্যপালকে বিমানে উত্তরাখণ্ড পাঠানো। রাজ্যের ঘাড়ে এমনিতেই ৭০ হাজার কোটি টাকার দেনা। তারপরেও এটা বাড়তি খরচ।  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে কটাক্ষ করে কংগ্রেস নেত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রীর যদি এত শখ তাঁর রাজনৈতিক গুরুকে উত্তরাখণ্ডের আতিথেয়তা দেবেন, তাহলে নিজে ব্যক্তিগত খরচে সেটা করতে পারতেন। সরকারি কোষাগারে অতিরিক্ত বোঝা চাপালেন কেন?’

কংগ্রেসের প্রশ্ন, ‘উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কি রাজ্যের সব প্রাক্তন মুখ্যমন্ত্রীদের একই পরিষেবা দেবেন?’ যদিও এই বিষয়ে রাজ্যের পূর্বতন কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছেন উত্তরখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত। তাঁর কটাক্ষ, ‘কংগ্রেস আগে আত্মসমীক্ষা করুক। পূর্বতন কংগ্রেস সরকার দলীয় নেতাদেরও বিমান পরিষেবা দিত।‘

মহারাষ্ট্রের রাজ্যপালের সফর প্রসঙ্গে ধন সিং বলেন, ‘উনি শুধু উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়। একটা রাজ্যের রাজ্যপাল। সেই সম্মানে উনি আমাদের অতিথি। তাই তাঁকে রাজ্যের খরচে বিমানে উড়িয়ে আনে একদম উচিত কাজ।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামেপড়তে থাকুন

CONGRESS Dehradun Uttarakhand Government BS Koshiyari Maharashtra Governor
Advertisment