/indian-express-bangla/media/media_files/2025/02/05/dIXQiAof4kORPTblnPT6.jpg)
PM Modi at Maha Kumbh: প্রয়াগরাজে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Photograph: (PTI)
PM Narendra Modi at Maha Kumbh 2025: দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে। গত মৌনী অমাবস্যায় শাহী স্নানের দিন পদপিষ্টের ঘটনার পর মোদী এদিন গেলেন মহাকুম্ভে। গঙ্গায় ডুব দেওয়ার সময় তাঁর পরনে ছিল গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাকপ্যান্ট। হাতে ছিল রুদ্রাক্ষের মালা। পুণ্যস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনামের সঙ্গে নৌকাবিহার করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার মোদীর মহাকুম্ভে যাত্রা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মোদীর পুণ্যস্নানের দিনক্ষণ ৫ ফেব্রুয়ারি স্থির হওয়ার পরই বিরোধীরা দাবি করেন, এর নেপথ্যে রাজনীতি রয়েছে। কারণ, এদিনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন চলছে। বিরোধীদের দাবি, বিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মন প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটের দিন কুম্ভস্নানে গিয়েছেন প্রধানমন্ত্রী।
/indian-express-bangla/media/post_attachments/assets/images/2025/02/05/paema-matha-na-sagama-ma-dabka-lgaii_a42f2b685a370c01d4f26f87b2008217.jpeg?q=65&w=700&dpr=1)
দিল্লিবাসীকে নির্বাচনের আগে নিজের এক্স হ্যান্ডেলে এদিন বার্তাও দেন মোদী। কুম্ভস্নানের আগে তিনি লেখেন, 'গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজের ভোট দিন।'
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক মন্ত্রী-আমলারা কুম্ভস্নান করেছেন। অমিত শাহ কুম্ভস্নান করার দুদিন পরই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি হিসাবে অন্তত, ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
আরও পড়ুন মহাকুম্ভে ভয়াবহ বিপর্যয়, পদপিষ্টে মৃত বেড়ে ৩০, শোকপ্রকাশ মোদীর
কিন্তু বিরোধীদের দাবি, নিহতের সংখ্যা অনেক। মৃতের সংখ্যা ধামাচাপা দিচ্ছে যোগী সরকার। সোমবার বাজেট অধিবেশনেও বিরোধীরা সরব হন, উত্তরপ্রদেশ সরকার প্রকৃত মৃতের সংখ্যা লুকোচ্ছে অভিযোগ করে। এরই মধ্যে মহা কুম্ভে মোদীর সফর ধার্মিক এবং রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।