Advertisment

মহাভারতের যুগে ইন্টারনেট! ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশেই রাজ্যপাল তথাগত রায়

লক্ষ বছর আগে, মহাভারতের যুগে ইন্টারনেট, স্যাটেলাইট ছিল বলে মঙ্গলবার মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এবার বিপ্লবের এই মন্তব্যকে সমর্থন করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
tripura cm, biplab kumar deb

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

তবে কি মহাভারতের কৌরব-পাণ্ডবরাও ইন্টারনেট ব্যবহার করতেন? ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ‘আজব’ মন্তব্য ঘিরে এ প্রশ্ন ঘুরপাক খাওয়ার মধ্যেই সে রাজ্যের রাজ্যপাল এবার বিপ্লবের পাশে দাঁড়ালেন। সেই ত্রেতা যুগে মহাভারতের যুগে ইন্টারনেট, স্যাটেলাইট ছিল বলে মঙ্গলবার মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। যে মন্তব্য সামনে আসতেই রীতিমতো হইচই শুরু হয়ে যায়। এবার বিপ্লবের এই মন্তব্যের পাশেই দাঁড়ালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

Advertisment

বুধবার বিপ্লবকে সমর্থন জানিয়ে ট্যুইটারে রাজ্যপাল লেখেন, ‘‘পৌরাণিক যুগের ঘটনা সম্পর্কে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণ যুক্তিযুক্ত।’’ তথাগত রায় আরও লিখেছেন যে, ‘দিব্যদৃষ্টি’, ‘পুষ্পক রথে’র মতো কথা আদপে অবিশ্বাস্য।

আরও পড়ুন,মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট ছিল, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বুধবার এ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে বিপ্লব কুমার দেব বলেন, ‘‘নিচু মনের মানুষরাই একথা বিশ্বাস করবেন না। কারণ ওঁরা নিজেদের দেশকে তাচ্ছিল্য করেন।’’ তাঁর কথা সত্য বলে সবাইকে বিশ্বাস করতেও বলেন এদিন।

আরও পড়ুন,ত্রিপুরার সরকারি স্কুলে বাম জমানার সিলেবাস আমূল বদলের ভাবনা বিপ্লবের

মঙ্গলবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ‘‘আমেরিকা নয়, অন্য কোনও পশ্চিমি দেশও নয়, কয়েক লক্ষ বছর আগে মহাভারতের যুগে স্যাটেলাইট আবিষ্কার করা হয়েছিল।’’ এতেই শেষ নয়, এ প্রসঙ্গে যুক্তিও দিয়েছেন বিপ্লব। তিনি বলেন, যদি ইন্টারনেট নাই থাকতো তাহলে কীভাবে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা করলেন? তার মানে ইন্টারনেট ছিল, স্যাটেলাইট প্রযুক্তি ছিল সেসময় দেশে। প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশে জন্মাতে পারায় গর্বিত বলেও গতকাল জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

tripura CM mahabharata tripura
Advertisment