অনলাইন বেটিং অ্যাপ 'মহাদেবের' ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা । মহাদেব বেটিং অ্যাপের মামলায় এর সহ-প্রতিষ্ঠাতা রবি উৎপলকে ইউএই থেকে গ্রেফতার করা হয়েছে। মামলায় রবি উৎপল ছাড়াও আরও দুজনকে আটক করা হয়েছে। রবি উৎপলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল।
এই রেড কর্নার নোটিশের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি ভারতীয় সংস্থা দুবাইয়ের নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। মহাদেব অ্যাপ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত রবি উৎপল। একই সঙ্গে মহাদেব অ্যাপের দ্বিতীয় অভিযুক্ত সৌরভ চন্দ্রকরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
রবি উৎপল এবং সৌরভ চন্দ্রকর একটি বিবৃতিতে মহাদেব অ্যাপ এবং বেটিং কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এর জন্য শুভম সোনি নামে এক ব্যক্তিকে দায়ী করেছেন তারা। এই প্রসঙ্গে, সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাস থেকে শুভম সোনির বক্তব্য নিয়েছে ইডি। ইডি-র পাশাপাশি মুম্বই পুলিশ এবং ছত্তিশগড় পুলিশ আর্থিক তছরূপ মামলার তদন্ত করছে। 'মানি লন্ডারিং' মামলায় উৎপল ও আরেক সহযোগীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল তদন্তকারী সংস্থা। এর পরে, ইডি ইন্টারপোলকে রেড কর্নার নোটিশ জারি করার অনুরোধ করেছিল।
সামনে এসেছে বড় বড় ব্যক্তিত্বের নাম
অনেক বলিউড এবং টিভি অভিনেতা ইডি-র র্যাডারের আওতায় এসেছেন। এই ক্ষেত্রে, ইডি দেশের একাধিক শহরে অভিযান চালিয়ে ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নামও উঠেছিল এই ঘটনায়।