Advertisment

সোলার পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৯ শ্রমিক, আহত বহু

নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Nagpur solar company blast, Nagpur company blast, Nagpur solar company explosion, Nagpur company blast death toll,",

প্যাকেজিংয়ের সময়ই ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৯ শ্রমিকের, আহত বহু

সবে তখন ঘড়িতে কাঁটা সকাল ৯টা ছুঁয়েছে। মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠল নাগপুরের বিস্তৃর্ণ এলাকা। বাজারগাঁও এলাকায় ‘সোলার ইন্ডাস্ট্রিজ় ইন্ডিয়া লিমিটেড’-এ ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

Advertisment

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর রবিবার সকাল ৯টা নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বাজারগাঁও এলাকায় সোলার ইন্ডাস্ট্রিজের কাস্টার বুস্টার ইউনিটে এ তে বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিবার সকাল ৯টায় যখন বিস্ফোরক প্যাকিংয়ের কাজ চলছিল তখন বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যার ফলে সেখানে উপস্থিত শ্রমিকরা গুরুতর অগ্নিদগ্ধ হয়। এ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

৯ জনের মৃত্যুতে শোক প্রকাশ করে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, 'এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজে বিস্ফোরণে ৬ জন মহিলা সহ ৯ জন নিহত হয়েছেন'। এটি এমন একটি সংস্থা যা প্রতিরক্ষা বাহিনীর জন্য ড্রোন এবং বিস্ফোরক তৈরি করে। নাগপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।

Nagpur
Advertisment