Aryan Khan Drug Case: আরিয়ান খান মাদক কান্ডে নবাব মালিক বনাম সমীর ওয়াংখেরে যুদ্ধের পরিসর বাড়লো। এই যুদ্ধ এবার নবাব মালিক বনাম মহারাষ্ট্র বিজেপি হতে চলেছে। এমন ইঙ্গিত দিলেন সে রাজ্যের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীস। সোমবার তিনি বলেন, 'দীপাবলি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর নবাব মালিকের বিরুদ্ধে আমি বোমা ফাটাবো। তথ্য-প্রমান দিয়ে দেখাবো মালিকের সঙ্গে অন্ধকার জগতের যোগ। উনি সলতেটে আগুন দিয়েছে।'
তার আরও মন্তব্য, 'কু-মতলব নিয়ে আমার এবং স্ত্রীয়ের নাম মাদক কান্ডে জড়িয়েছেন মালিক। এই অভিযোগের কোনও সারবত্তা নেই। অযথা অভিযুক্ত একজনের সঙ্গে আমাদের জড়ানো হয়েছে। উনি খেলা শুরু করেছে। আমি সেই খেলা শেষ করব। শুধু দীপাবলি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।'
মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক কাণ্ডে একের পর এক তোপ দেগে চলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এনসিপি নেতার নিশানায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে। ওয়াংখেড়েই যাত্রী সেজে ২ অক্টোবর কর্ডেলিয়া প্রমোদতরীতে হানা দিয়ে পাকড়াও করেন শাহরুখ-পুত্র আরিয়ান খান-সহ বেশ কয়েকজনকে। বৃহস্পতিবার হাইকোর্টে জামিন হয়েছে আরিয়ানের। কিন্তু ওয়াংখেড়েকে তোপ দাগতে ছাড়ছেন না মালিক।
শুক্রবার মন্ত্রীর নয়া আক্রমণ, গোটা মাদক কাণ্ড বিজেপির ষড়যন্ত্র। ওয়াংখেড়েকে বোড়ে বানিয়ে বিজেপিই চক্রান্ত করে মাদক কাণ্ডে আরিয়ানদের ফাঁসিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মহারাষ্ট্রের মন্ত্রী। মহারাষ্ট্র এবং এই রাজ্যের মানুষ ও বলিউডের ভাবমূর্তিকে নষ্ট করতেই বিজেপি চক্রান্ত করে এসব করেছে বলে দাবি তাঁর। তিনি বলেছেন, “আমি বার বার বলছি, মহারাষ্ট্র এবং এই রাজ্যের মানুষকে ছোট করতেই ওয়াংখেড়ের মাধ্যমে পুরো চক্রান্ত করেছে বিজেপি।”
এটা কোনও ধর্মযুদ্ধ নয়। আমি শুধু জানতে চাই, একটা জঘন্য জাতি শংসাপত্র নিয়ে সমীর ওয়াংখেড়ে কীভাবে সরকারি চাকরি পেলেন? ফের এনসিবি কর্তাকে আক্রমণের মুখে হাঁটলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। রবিবারও তাঁর দাবি, ‘সমীর ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলিম। সরকারি চাকরি পেতে জঘন্য জাতি সার্টিফিকেট জমা করেছেন।‘
এখানেই শেষ নয়, এই এনসিপি নেতার মন্তব্য, ‘২০১৫ থেকে মুসলিম হয়েও ওয়াংখেড়ে পরিবার নিজের পরিচয় বদল করা শুরু করেছে। ততদিনে কয়েকজন বলিউডে তারকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রচারের আলোয় চলে এসেছেন সমীর ওয়াংখেড়ে। নিজেদের সামাজিক মাধ্যমে দাউদ ওয়াংখেড়ে অর্থাৎ সমীরের বাবা হয়েছেন ডিওয়াই ওয়াংখেড়ে। সেখান থেকে ধ্যানদেব ওয়াংখেড়ে। ইয়াসমিন ওয়াংখেড়ে অর্থাৎ সমীরের বোন হয়েছেন জেসমিন, এক মুসলিম যুবককে বিয়ে করে পরে বিচ্ছেদও হয়েছে। সেই যুবক এখন ইউরোপে থাকেন।‘
এটা কোনও ধর্মযুদ্ধ নয়। আমি শুধু জানতে চাই, একটা জঘন্য জাতি শংসাপত্র নিয়ে সমীর ওয়াংখেড়ে কীভাবে সরকারি চাকরি পেলেন? ফের এনসিবি কর্তাকে আক্রমণের মুখে হাঁটলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। রবিবারও তাঁর দাবি, ‘সমীর ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলিম। সরকারি চাকরি পেতে জঘন্য জাতি সার্টিফিকেট জমা করেছেন।‘এখানেই শেষ নয়, এই এনসিপি নেতার মন্তব্য, ‘২০১৫ থেকে মুসলিম হয়েও ওয়াংখেড়ে পরিবার নিজের পরিচয় বদল করা শুরু করেছে। ততদিনে কয়েকজন বলিউডে তারকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রচারের আলোয় চলে এসেছেন সমীর ওয়াংখেড়ে। নিজেদের সামাজিক মাধ্যমে দাউদ ওয়াংখেড়ে অর্থাৎ সমীরের বাবা হয়েছেন ডিওয়াই ওয়াংখেড়ে। সেখান থেকে ধ্যানদেব ওয়াংখেড়ে। ইয়াসমিন ওয়াংখেড়ে অর্থাৎ সমীরের বোন হয়েছেন জেসমিন, এক মুসলিম যুবককে বিয়ে করে পরে বিচ্ছেদও হয়েছে। সেই যুবক এখন ইউরোপে থাকেন।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন