পড়ুয়াদের একাংশের প্রবল চাপেও হটল না মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঘোষণা করা হয়েছে যে, কোভিডবিধি মেনে নির্ধারিত সূচিতে অফলাইনেই হবে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা হবে।
দেশে ধীরে ধীরে নিম্নমুখী করোনা সংক্রমণ। বিভিন্ন রাজ্যে খুলছে স্কুল-কলেজ। শুরু হয়েছে অফলাইন পড়াশোনা। মহারাষ্ট্রেও একইভাবে চালু হয়েছে স্কুল-কলেজ। দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শিয়রে। অনলাইনে নয়, পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষা দেওয়ার নির্দেশিকা জারি করে মহারাষ্ট্রের শিক্ষা দফতর। আর তাতেই আগুনে ঘি পড়েছে। অফলাইন পরীক্ষার প্রতিবাদে সোমবার পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয় মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক শহর।
সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে মুম্বই এবং নাগপুরে। বিক্ষোভরত পড়ুয়ারা পথে নেমে অশান্তি ছড়ায় বলে অভিযোগ। মুম্বইয়ের ধারাভি এলাকায় স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাড়ির সামনে জমায়েত হয় অন্তত ১০০০-১,৫০০ পড়ুয়া। বহু পড়ুয়া থানে, কল্যাণ, বদলাপুর, ভাসাই, বিরার এবং নভি মুম্বই থেকে ট্রেনে চেপে ধারাভিতে পৌঁছন। বিকেল তিনটে পর্যন্ত চলে বিক্ষোভ। অভিযোগ, বিক্ষুব্ধ পড়ুয়ারা বেশ কিছু সরকারি বাস, প্রাইভেট গাড়িতে ভাঙচুর চালায়। পাথর ছোঁড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করে বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে বিকাশ পাঠক ওরফে হিন্দুস্থানী ভাইকে গ্রেফতার করা হয়েছে।
দূরত্ববিধি বজায় রাখতে ইতিমধ্যেই বোর্ড পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। পড়ুয়ারা নিজেদের স্কুলেই দেবে বোর্ড পরীক্ষা দেবে বলে জানিয়েছেন মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিরেক্টার শরদ গোসাভি।
আগে বোর্ড পরীক্ষা শুরু হল সকাল ১১টা থেকে। এখন তার সময় এগিয়ে এনে সাড়ে ১০টা করা হয়েছে। পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য ১০ মিনিট প্রশ্নপত্র দেখার সুযোগ পাবেন। মহামারিতে প্রায় দু'বছর স্কুল বন্ধ ছিল। ফলে পড়ুয়াদের লেখার অভ্যাসে ঘাটতি পড়েছে। এই ভাবনা থেকে প্রয়োজনে পরীক্ষার্থীদের ১৫ থেকে ৩০ মিনিট লেখার সময় বেশি দেওয়া হতে পারে।
Read in English