Advertisment

কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ১৩ করোনা রোগীর

শুক্রবার ভোরে ওই হাসপাতালের আগুন নেভানো সম্ভব হয়েছে বলে দমকলের তরফে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আইসিইউতে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

করোনা ভাইরাসের দাপটে মহারাষ্ট্রের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বিজয় বল্লভ কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনের গ্রাসে প্রাণ হারিয়েছেন ১৩ জন রোগী।

Advertisment

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে পালঘর জেলার ওই হাসপাতালে। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে। শুক্রবার ভোরে ওই হাসপাতালের আগুন নেভানো সম্ভব হয়েছে বলে দমকলের তরফে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, আইসিইউতে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। এই ঘটনায় ১৩ জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। যে ২১ জন রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল, তাঁদেরকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর।

দমকলের ১০টি গাড়ি এসে হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে। শট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mumbai fire fire
Advertisment