/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-63.jpg)
সাংবাদিক শশীকান্ত ওয়ারিশ
সাংবাদিকের 'দুর্ঘটনাজনিত' মৃত্যুর তদন্তে সুর চড়াল সংবাদ মাধ্যম।দুর্ঘটনা নাকি হত্যা? সাংবাদিক শশীকান্ত ওয়ারিশের মৃত্যু ঘিরে শুরু হয়েছে জোর তরজা। একাধিক মিডিয়া হাউসের তরফে সাংবাদিক শশীকান্ত ওয়ারিশের 'দুর্ঘটনাজনিত' মৃত্যুর তদন্তের দাবি করা হয়েছে।
'মহানগরী টাইমস'-এর সাংবাদিক শশীকান্ত ওয়ারিশে-এর মৃত্যু নিয়ে ক্রমশই জলঘোলা হতে শুরু করেছে। মারাঠি সাংবাদিক সংঘ (এমএমপিএস)মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসকে একটি চিঠি দিয়ে সাংবাদিক ওয়ারিশের "জঘন্য হত্যাকাণ্ড"-এর যথাযথ তদন্তের দাবি জানানো হয়েছে এবং দোষীদের গ্রেফতারের দাবিও করা হয়েছে।
সোমবার বিকেলে, একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। MAVVS এবং MMPS-এর তরফে ওয়ারিশকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে এক সাহসী সাংবাদিক হিসাবে বর্ণনা করা হয়েছে।
আরও পড়ুন: < শ্রদ্ধাকে খুনের পর চিকেন রোল অর্ডার, জল-হারপিক দিয়ে রক্ত পরিষ্কার করে আফতাব, দাবি চার্জশিটে >
রত্নাগিরি পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও ধরণের চাপের কাছে মাথানত করবে না পুলিশ। এই ঘটনায় ফরেনসিক রিপোর্টও পরীক্ষা করা হবে। পুলিশ সুপার ধনঞ্জয় কুলকার্নি বলেছেন, এলাকার সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যার মধ্যে গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে আদালত তাকে সাত দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। রত্নাগিরি রিফাইনারি প্রকল্প নিয়ে একাধিক সংবাদ পরিবেশন করে শিরোনামে আসেন শশীকান্ত।