Advertisment

‘শ্যালিকা মাদক ব্যবসায় যুক্ত?’, সমীর ওয়াংখেড়েকে প্রশ্ন নাছোড় নবাব মালিকের

Aryan Khan Case: 'আপনি এই প্রশ্নের জবাব দিন, কারণ পুনে আদালতে ওর নামে একটা মামলা ঝুলে রয়েছে। এই দেখুন প্রমাণ।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Sameer Wankhede, Maha minister Nawab Malik, Sameer Wankhede’s sister, Yasmeen Wankhede, সমীর ওয়াংখেড়ে, ইয়াসমিন ওয়াংখেড়ে, নবাব মালিক, সমীরের বোনের মানহানির অভিযোগ নবাবের বিরুদ্ধে, শাহরুখ খান পুত্র, আরিয়ান খান মাদককাণ্ড, bollywood, bengali news today

মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে FIR ওয়াংখেড়ের বোন ইয়াসমিনের

Aryan Khan Case: একাধিক অভিযোগে বিদ্ধ সমীর ওয়াংখেড়েকে আরিয়ান মামলা থেকে সরানো হয়েছে। দিল্লি থেকে উড়ে এসে নতুন এনসিবি কর্তা এই মামলায় জুড়ে বসেছেন। তাতেও নবাবি তোপ থেকে বাঁচানো যাচ্ছে না সমীর ওয়াংখেড়েকে। সোমবারও এনসিবি কর্তাকে আক্রমণের নিশানা বানিয়েছেন নবাব মালিক। মহারাষ্ট্রের এই মন্ত্রী এদিন সমীরকে প্রশ্ন করেন, ‘আপনার শ্যালিকা মাদক ব্যবসায় যুক্ত? ওর বিরুদ্ধে পুনে কোর্টে একটি মামলা ঝুলে রয়েছে।‘

Advertisment

যদিও এনসিবি সূত্রে খবর, সেই মামলা যখন দায়ের হয়েছিল, তখন সমীর ওয়াংখেড়ে আইআরএস অফিসার হননি। সোমবার নিজের ট্যুইটারেই সরব হয়েছেন প্রবীণ এই এনসিপি নেতা। তিনি লেখেন, ‘সমীর দাউদ ওয়াংখেড়ে, আপনার শ্যালিকা হর্ষদ দীননাথ রেদকার কি মাদক ব্যবসায় যুক্ত? আপনি এই প্রশ্নের জবাব দিন, কারণ পুনে আদালতে ওর নামে একটা মামলা ঝুলে রয়েছে। এই দেখুন প্রমাণ।‘

গত সপ্তাহেও এনসিবির মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোপ দেগেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। মন্ত্রীর অভিযোগ, শাহরুখ পুত্র আরিয়ান খানকে অপহরণের ছক কষা হয়েছিল, যার আন্যতম চক্রী এই দুঁদে তদন্তকারী।

ওয়াংখেড়ের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগে নবাব মালিক জানিয়েছিলেন যে, অর্থ আদায়ের চেষ্টার এনসিবি তদন্তকারী ও বিজেপি নেতা মোহিত কম্বোজ আরিয়ান খানকে অপহরণের পরিকল্পনা করেছিলো। সংবাদ সংস্থা এনআইএরর প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের মন্ত্রীর দাবি ছিল যে, ‘আরিয়ান খান ক্রজ পার্টির টিকিট কেনেননি, বিষয়টি অপহরণ এবং মুক্তিপণের।’ মালিক বলেছিলেন, ‘ক্রুজে আরিয়ান খানের মতো মানুষদের প্রলুব্ধ করার জন্য এবং পরবর্তীকালে তাদের মাদকের মামলায় ফাঁসানোর জন্য একদল লোকের দ্বারা ষড়যন্ত্র হয়েছিল।’

মন্ত্রীর দাবি, ‘মোহিত কাম্বোজ এবং সমীর ওয়াংখেড়ে ওশিওয়ারা কবরস্থানের বাইরে ৭ অক্টোবর দেখা করেছিলেন। এরপর ওয়াংখেড়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তাঁদের তাড়া করা হচ্ছে। তারা ভাগ্যবান যে কাছাকাছি কোনও সিসিটিভি কাজ করছিল না এবং আমরা ওই সময়কার কোনও ফিড পাইনি।’

শুক্রবার, কর্ডেলিয়া ড্রাগ সহ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ছয়টি মামলা হস্তান্তর করেছে। কর্ডেলিয়া মামলাতেই আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছিল। মাদক মামলায় গত মাসের ৩ তারিখ মুম্বই থেকে গোয়াগামী একটি ক্রুজে আরিয়ান খানকে গ্রেফতার করে এনসিবি। এরপরই এনসিবির তদন্ত ও তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে নিয়ে নান প্রশ্ন তুলেছে মহারাষ্ট্র মন্ত্রী নবাব মালিক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai Drug Case Nawab Malik Sameer Wankhede Aryan khan
Advertisment