Advertisment

মহারাষ্ট্রে বহুতল ভেঙে বিপত্তি, মৃত কমপক্ষে ১২, উদ্ধার ৭৮

ইতিমধ্য়েই এ ঘটনায় ৫ ব্য়ক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩০৪ এ, ৩৩৭, ৩৩৮, ৩৪ ধারায় মামলা রুজু করেছে রায়গড় পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
আজ দেশের বড় খবর: মাসুদ আজহারের বিরুদ্ধে এনআইএ চার্জশিট।। প্রশান্তকে ক্ষমা করার আর্জি।।নীরবের স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মহারাষ্ট্রের রায়গড় জেলায় বহুতল ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্য়ু হয়েছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৭৮ জনকে উদ্ধআর করা হয়েছে। সোমবার সন্ধে ৬টা ৫০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাড এলাকায় ভেঙে পড়ে ৫ তলা বাড়ি। ওই বহুতলে ৩০-৩৫টি ফ্ল্য়াট ছিল বলে জানা যাচ্ছে।

Advertisment

এদিন উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফের ৩টি দল। পুনে থেকে রায়গড়ের মধ্য়ে এনডিআরএফ টিমের যাতায়াতের জন্য় গ্রিন করিডর তৈরি করা হয়েছিল। ইতিমধ্য়েই এ ঘটনায় ৫ ব্য়ক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩০৪ এ, ৩৩৭, ৩৩৮, ৩৪ ধারায় মামলা রুজু করেছে রায়গড় পুলিশ।


আরও পড়ুন: আনলক ৪: চালু হতে পারে মেট্রো, স্কুল-মাল্টিপ্লেক্স বন্ধ রাখারই ভাবনা

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুতল ভেঙে যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য় কামনা করেছেন মোদী। এ ঘটনায় টুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment