/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/maha-759-news.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
মহারাষ্ট্রের রায়গড় জেলায় বহুতল ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্য়ু হয়েছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৭৮ জনকে উদ্ধআর করা হয়েছে। সোমবার সন্ধে ৬টা ৫০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাড এলাকায় ভেঙে পড়ে ৫ তলা বাড়ি। ওই বহুতলে ৩০-৩৫টি ফ্ল্য়াট ছিল বলে জানা যাচ্ছে।
এদিন উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফের ৩টি দল। পুনে থেকে রায়গড়ের মধ্য়ে এনডিআরএফ টিমের যাতায়াতের জন্য় গ্রিন করিডর তৈরি করা হয়েছিল। ইতিমধ্য়েই এ ঘটনায় ৫ ব্য়ক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩০৪ এ, ৩৩৭, ৩৩৮, ৩৪ ধারায় মামলা রুজু করেছে রায়গড় পুলিশ।
Saddened by the building collapse in Mahad, Raigad in Maharashtra. My thoughts are with the families of those who lost their dear ones. I pray the injured recover soon. Local authorities and NDRF teams are at the site of the tragedy, providing all possible assistance: PM
— PMO India (@PMOIndia) August 25, 2020
আরও পড়ুন: আনলক ৪: চালু হতে পারে মেট্রো, স্কুল-মাল্টিপ্লেক্স বন্ধ রাখারই ভাবনা
महाड की दुर्घटना से व्यथित हूँ। मृतकों के परिवारजनों को संवेदनाएँ।
राज्य सरकार से अपील है कि घायलों और फँसे हुए लोगों तक जल्द से जल्द सहायता पहुँचायें।
कांग्रेस के साथी भी बचाव कार्य में हाथ बटायें।https://t.co/0KKP4GCFII
— Rahul Gandhi (@RahulGandhi) August 25, 2020
CM Uddhav Balasaheb Thackeray spoke to MLA @BharatGogawale and Collector Nidhi Chaudhary to inquire about the building collapse in Mahad. He has assured them that all possible support will be extended for speedy rescue & relief works.
— CMO Maharashtra (@CMOMaharashtra) August 24, 2020
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুতল ভেঙে যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য় কামনা করেছেন মোদী। এ ঘটনায় টুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন