Advertisment

মহারাষ্ট্রে একদিনে করোনায় কাবু ১৫ হাজার, মুম্বইয়ে হাজারের নীচে নামল সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে ওমিক্রনে সংক্রমিত হওয়ার হদিশ মেলেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra recorded over Covid-19 15,000 new cases, Mumbai’s cases slip below 1,000 mark

মোটের উপর সংক্রমণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে মহারাষ্ট্রে।

মোটের উপর সংক্রমণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মারাঠাভূমে নতুন করে ১৫ হাজারের কিছু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বাণিজ্যনগরী মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় হাজারের নীচে নেমেছে সংক্রমিতের সংখ্যা।

Advertisment

মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৫২, মৃত্যু হয়েছে ৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে ওমিক্রনে সংক্রমিত হওয়ার হদিশ মেলেনি। এতেই স্বস্তিতে রাজ্য সরকার।

রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩ হজার ৩৩৪ জন করোনার অত্যন্ত সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, বৃহন্মুম্বই কর্পোরেশনের তথ্য বলছে, এখনও পর্যন্ত মুম্বইয়ে মোট ১০ লক্ষ ৪৯ হাজার ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীতে নতুন করে ৮২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু ৭ জনের।

আরও পড়ুন- দৈনিক সংক্রমণ ১৩ শতাংশ কমে দেড় লক্ষের নীচে, উদ্বেগের কেন্দ্রে মৃত্যুর সংখ্যা

এদিকে, গোটা দেশেই কোভিডের থার্ড ওয়েভ নিম্নমুখী। অন্তত গত কয়েকদিনে দেশের দৈনিক পরিসংখ্যান দেখলেই তা স্পষ্ট হচ্ছে। এদিনও দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে দেড় লক্ষের নীচে। স্বাস্থ্য-পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭১২ জন।

দেশে করোনার সংক্রমণ হার ১০ শতাংশের নীচে নেমে গিয়েছে। করোনা সক্রিয় রেগীর সংখ্যা বর্তমানে ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। যা আগের দিনের তুলনায় ৯৮ হাজার কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন।

Read story in English

Maharashtra mumbai Corona in Maharashtra
Advertisment