Advertisment

লাগামছাড়া সংক্রমণ, মহারাষ্ট্রে জারি করোনা বিধি

সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। কোনও পঠন-পাঠন হবে না। বন্ধ থাকবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সংক্রমণ লাগামছাড়া, মহারাষ্ট্রে জারি করোনা বিধি

মহারাষ্ট্রে ক্রমশ বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই পরিস্থিতিতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল মহারাষ্ট্রে সরকার। যে বিধিনিষেধগুলি আগামী ১০ জানুয়ারি থেকে কার্যকারি হবে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন(সিবিআইয়ের) ৬৮ জন কর্মচারী তাদের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) অফিসে করোনা সংক্রমিত হয়েছেন। বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে এক বৈঠকের পর উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার রাজ্যে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছেন। জেনে নিন, কী কী বিধিনিষেধ থাকবে –

Advertisment

• সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। কোনও পঠন-পাঠন হবে না। বন্ধ থাকবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

• কোন খেলাধুলার আয়োজন করা যাবে না। তবে জাতীয় আর্ন্তজাতিক খেলাধুলার ক্ষেত্রে কিছু দেওয়া হয়েছে।

• জাতীয় এবং আন্তর্জাতিক ভ্রমনে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট, সঙ্গে রাখতে হবে ডবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট।

• সরকারি এবং বেসরকারি অফিসে দিনে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ জোর দিতে হবে।

• জিম, সেলুন, সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে।

• চুল-কাটার সেলুন খোলা থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

• বিনোদন পার্ক, চিড়িয়াখানা বন্ধ-সহ যাবতীয় পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

• শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সে সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন।

• ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা রাখা যাবে।

• রেস্তোরাঁ এবং পানশালায় সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন।

• সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।

• বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।

• হোম ডেলিভারি চালু থাকবে। মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি।

• রাত্রিকালীন বিধিনিষেধের সময় রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত। সেই সময় শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড় পাবেন।

• লোকাল ট্রান্সপোর্ট যেমন, বাস ট্রেনে তারাই উঠতে পারবেন যাদের দুটি ডোজ ভ্যাকসিন হয়ে গিয়েছে।

Advertisment