Maha Kumbh Shahi Snan: শেষ শাহি স্নানে মহাকুম্ভ ভক্তদের ঢল, শিবরাত্রিতে দেশবাসীকে বিশেষ বার্তা মোদী-রাহুলের

Maha Shivratri Maha Kumbh Shahi Snan: আজ মহা শিবরাত্রির দিন প্রয়াগরাজে চলমান ৪৫ দিনব্যাপী মহাকুম্ভ মেলা শেষ হচ্ছে। চলতি বছর ১৩ জানুয়ারি (মকর সংক্রান্তি) থেকে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত ৬৪ কোটিরও বেশি ভক্ত মহাকুম্ভে অংশ নিয়েছেন।

author-image
Sayan Sarkar
New Update
Mahakumbh 2025 Amrit Snan Muhurat

মহাকুম্ভে অমৃত স্নানের অত্যন্ত গুরুত্ব রয়েছে Photograph: (ফাইল চিত্র)

Maha Shivratri 2025: আজ মহাশিবরাত্রিতে মহাকুম্ভের শেষ শাহি স্নান, ত্রিবেণী সঙ্গমে ভক্তদের ঢল।প্রয়াগরাজে অনুষ্ঠিত ৪৫ দিনব্যাপী মহাকুম্ভ মেলা আজ মহা শিবরাত্রির শুভ তিথিতে শেষ হচ্ছে। এই মহাঅনুষ্ঠানটি ১৩ জানুয়ারি (পৌষ পূর্ণিমা) থেকে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত ৬৪ কোটিরও বেশি ভক্ত মহাকুম্ভে অংশ নিয়েছে।

Advertisment

প্রয়াগরাজে মহাকুম্ভ উপলক্ষে, মহাশিবরাত্রিতে ত্রিবেণী সঙ্গমে ভক্তদের ঢল নেমেছে। গত রাত থেকে হাজার হাজার ভক্ত ভগবান শিবের পুজো করছেন বিশ্বাস ও ভক্তিতে মুখরিত সঙ্গম নগরী। হর হর মহাদেবের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে গোটা সঙ্গমনগরীতে।

মহাশিবরাত্রিতে আজ মহাকুম্ভের শেষ শাহি স্নান, প্রধানমন্ত্রী মোদী এবং রাহুল গান্ধী আজকের এই শুভক্ষণ উপলক্ষ্যে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। 

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী টুইট করে দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের মঙ্গল কামনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র মহাশিবরাত্রির উৎসবে আমি সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।' এই উৎসব উপলক্ষে আপনাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য। উন্নত ভারতের সংকল্পকে আরও শক্তিশালী করুক'।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, 'মহাশিবরাত্রির পবিত্র উৎসবে সকলকে আন্তরিক শুভেচ্ছা।' 

প্রয়াগরাজে মহাশিবরাত্রি উপলক্ষে, মহাকুম্ভে বিপুল ভিড় সত্ত্বেও, প্রশাসনের তরফে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রয়াগ্রাজের ডিআইজি মহাকুম্ভ বৈভব কৃষ্ণ জানিয়েছেন যে সমস্ত স্নানঘাটে স্নান চলছে। কোথাও ভিড়ের চাপ নেই। ভক্তরা যাতে শান্তিতে স্নান করতে এবং প্রার্থনা করতে পারেন, সেজন্য প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে।

আজ মহা শিবরাত্রির দিন প্রয়াগরাজে চলমান ৪৫ দিনব্যাপী মহাকুম্ভ মেলা আজ শেষ হচ্ছে। চলতি বছর ১৩ জানুয়ারি (পৌষ পূর্ণিমা) থেকে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত ৬৪ কোটিরও বেশি ভক্ত মহাকুম্বে অংশ নিয়েছেন। সঙ্গম তীরে ভক্তদের বিশাল ভিড় জমে উঠেছে। মহাকুম্ভের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নানের জন্য রাত থেকেই ভক্তরা সঙ্গমের তীরে আসতে শুরু করেন।'ব্রহ্ম মুহুর্ত'-এর সময় হাজার হাজার মানুষ পবিত্র স্নানে অংশ নেন।

maha shivratri Maha Kumbh 2025 Maha Kumbh Maha Kumbh Mela 2025