Advertisment

সাদা জ্যাকেট, কালো সানগ্লাস! গান্ধীজির ছবি বিয়ারের বোতলে!

রাতারতি কোম্পানি কাজ বন্ধ করে দিয়েছে। বিয়ারের বোতল ভারতের দূতাবাসে এসে পৌছানো মাত্রই নজরে আসে সম্পূর্ণ ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিলড বিয়ার, কালো রঙের বোতল। তাতে সাদা জ্যাকেট আর চোখে সানগ্লাস পড়া এক বৃদ্ধের ছবি। যাঁকে আপামর বিশ্ব চেনে মহাত্মা গান্ধি নামে! এমনই কাণ্ড ঘটিয়ে বিতর্কের মুখে পড়েছে একটি বিয়ার কোম্পানি।

Advertisment

ভারতের ৭১ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইজরায়েলের একটি কোম্পানির বিয়ারের বোতলে গান্ধীজির ছবি ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে সংসদে। বুধবার ভারত সরকার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে। কেন্দ্র জানিয়েছে, ভারতবাসীর ভাবাবেগে আঘাত করেছে ইজরায়েলের মালকা বিয়ার কোম্পানি।

কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার গিলাড ড্রোর এই প্রসঙ্গে বলেন, "মালকা বিয়ার অজান্তে ভারতবাসীর অনুভূতিতে আঘাত করে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাশীল। যা হয়েছে, তার জন্য জন্য ভারত সরকার ও ভারতবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।"

আরও পড়ুন: বল আগলে পাকা খেলোয়ারের মত ফুটবল খেলছে গরু

ভারতীয়দের ক্ষোভ আছড়ে পড়ার সঙ্গে টিসঙ্গেই রাতারাতি কোম্পানি ওই বিয়ার বিক্রি বন্ধ করে দিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বাজার থেকে বাকি বিয়ারের বোতল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিয়ারের বোতলে কোনও পরিচিত অথবা সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তির ছবি দেওয়ার মতো কাণ্ড ইজরায়েলের এই কোম্পানি আগেও করেছে। এর আগে ইজরায়েলের স্বাধীনতা দিবসে বিয়ারের বোতলে ইজরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ান, গোল্ডা মেয়ার, মেনাকেম বিগিনের ছবি ব্যবহার করেছে কোম্পানিটি।

বুধবার রাজ্যসভায় সাংসদরা ঘটনাটির তীব্র নিন্দা করেন। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিনহা প্রশ্নোত্তর পর্বে প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি দাবি করেন, মালকা বিয়ারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। বিষয়টি খতিয়ে দেখতে বিদেশ মন্ত্রককে নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারপার্সন ভেঙ্কাইয়া নাইডু।

Advertisment