Advertisment

দিল্লি পুলিশের দেদার সাফল্য, সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় জালে আরও এক

ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
parliament, parliament security breach, lok sabha, mahesh kumawat, lalit jha",

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আরেক অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ল আরেক অভিযুক্ত মহেশ কুমাওয়াত, এখনও পর্যন্ত এই মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আরেক অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তিনিও পুরো ষড়যন্ত্রের অংশ ছিলেন। ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা মহেশও ১৩ ডিসেম্বর দিল্লিতে আসেন। রাজস্থানে মহেশের আস্তানায় ছিলেন ঘটনার মূল ষড়যন্ত্রকারী ললিত ঝা। ঘটনার পর দিল্লি থেকে পালিয়ে গিয়ে মহেশের আস্তানায় গা ঢাকা দেন তিনি। প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া চার অভিযুক্তের মোবাইল ফোন পুড়িয়ে দেওয়ার ঘটনাতেও মহেশ ললিতের সঙ্গে যুক্ত ছিলেন বলেই জানিয়েছে পুলিশ।

মহেশ নীলম দেবীর সঙ্গেও অবিরাম যোগাযোগে ছিলেন, যাকে সংসদের বাইরে প্রতিবাদ করার জন্য গ্রেফতার করা হয়েছিল বৃহস্পতিবার ললিত ও মহেশ দুজনেই একসঙ্গে আত্মসমর্পণ করেছিলেন। শুক্রবার ললিতকে গ্রেফতার করা হয়। মহেশের তুতো ভাই কৈলাশকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করেনি।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা তাদের দাবি পূরণে সরকারকে বাধ্য করতে দেশে "অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল"। আধিকারিকরা "আক্রমণের পিছনে আসল উদ্দেশ্য" এবং তার "অন্য কোন শত্রু দেশের পাশাপাশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে তদন্ত করছে।

Parliament
Advertisment