তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লোকসভার কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন। তবে সুপ্রিম কোর্ট থেকে তিনি কোনো স্বস্তি পাননি। কারণ দেশের শীর্ষ আদালত, বুধবার (৩রা জানুয়ারি) মহুয়ার আবেদনের শুনানি করার সময়, লোকসভার কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে তার করা আবেদনের উপর কোন আদেশ দিতে অস্বীকার করে।
ক্যাশ ফর কোয়েরি কাণ্ডে লোকসভার এথিক্স কমিটির সিদ্ধান্ত অনুসারে টাকার বিনিময়ে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সময় মহুয়ার সাংসদ পদ খারিজ করে লোকসভার সচিবালয়।
আদালত এদিন একই সঙ্গে মহুয়ার আবেদনের বিষয়ে লোকসভা সচিবালয়ের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। মার্চের দ্বিতীয় সপ্তাহে এই বিষয়ে ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত। মহুয়া সাংসদ পদ বাতিলের পর প্রায় ১৫০ জন বিরোধী সাংসদকেও শীতকালীন অধিবেশনে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দল এই ইস্যুতে ব্যাপক তোলপাড় ফেলে।
বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের একটি বেঞ্চ লোকসভা সচিবালয়ে নোটিস জারি করার সময় বলেছেন, লোকসভার কার্যক্রম পর্যালোচনা করার আদালতের এখতিয়ার। লোকসভা সচিবালয়কে তিন সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে এবং তার পরে, আবেদনকারী চাইলে, তার কাছে উত্তর দেওয়ার বিকল্পও থাকবে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে ১১ মার্চ।মহুয়া মৈত্র লোকসভার সচিবালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেছেন যে এথিক্স কমিটির আলোচনার সময় তাকে লোকসভায় নিজের স্বপক্ষে যুক্তি তুলে ধরার কোন সুযোগ দেওয়া হয়নি।