Advertisment

ভেঙে ফেলা হবে মাঝেরহাট সেতু, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনার ব্যাপারে পূর্ত দফতরের যে দায় রয়েছে তা অস্বীকার করেননি মমতা। এ ঘটনার পিছনে পূর্ত বিভাগের আধিকারিকদের অবহেলা ছিল কি না, তা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওঁরা ‘দায় এড়াতে পারেন না।’

author-image
IE Bangla Web Desk
New Update
majherhat cover

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় ফের বাড়ল মৃতের সংখ্যা।

দুর্ঘটনাগ্রস্ত মাঝের হাট সেতু ভেঙে ফেলা হবে। শুক্রবার এ কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই ব্রিজ ভেঙে ফেলার পরে এক বছরের মধ্যে নতুন একটি সেতু গড়ে তোলা হবে। মাঝের হাট সেতুর একাংশ ভেঙে পড়ায় তিনজনের প্রাণহানি ঘটেছে।

Advertisment

দুর্ঘটনার ব্যাপারে পূর্ত দফতরের যে দায় রয়েছে তা অস্বীকার করেননি মমতা। এ ঘটনার পিছনে পূর্ত বিভাগের আধিকারিকদের অবহেলা ছিল কি না, তা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওঁরা ‘দায় এড়াতে পারেন না।’

রাজ্য সেক্রেটারিয়েটে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, ‘‘২০১৬ সালে মাঝের হাট সেতুর অবস্থা জানিয়ে পূর্ত বিভাগকে জানানো হয়েছিল। রক্ষণাবেক্ষণের কাজও শুরু করতে বলা হয়েছিল তাঁদের। পূর্ত দফতর তখন থেকে কাজ শুরু করেনি। ফলে এই সেতু ভাঙার দায় তাদের উপরেই বর্তায়।’’ তবে এ নিয়ে গঠিত তদন্ত কমিটি যে সেতু ভাঙার কারণ হিসেবে মেট্রোর নির্মাণকাজকেও দায়ী করেছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত ৪ সেপ্টেম্বর বিকেলে ভেঙে পড়ে মাঝের হাট ব্রিজের একাংশ। এ ঘটনায় তিনজন নিহত ও সাতাশ জন আহত হন। ৫০ বছরের পুরনো এই সেতু কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ শহরতলির সঙ্গে যোগাযোগের মাধ্যম।

সেতু ভাঙার ঘটনায় কলকাতা পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩০৮, ৪২৭ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। এ ছাড়া মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি তদন্তদলও এই সেতু ভাঙার ঘটনার তদন্ত করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Mamata Banerjee Bridge Collapse
Advertisment