Advertisment

India-Maldives Row: মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জের, মালদ্বীপের হাইকমিশনারকে তলব দিল্লির

রবিবার মালদ্বীপ সরকার মোদীকে নিয়ে বিতর্কের জেরে তিন মন্ত্রীকে বরখাস্ত করে। ভারতীয় হাইকমিশন এই মন্তব্য নিয়ে মালদ্বীপ সরকারের কাছে আপত্তি জানিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
india maldives narendra modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। (ANI ফাইল)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার অবমাননাকর বক্তব্য নিয়ে চলমান বিতর্কের মধ্যে ভারত সোমবার (০৮ জানুয়ারি, ২০২৪) মালদ্বীপের হাইকমিশনার ইব্রাহিম সাহেবকে তলব করেছে। এর পর ইব্রাহিম সাহিব দিল্লিতে বিদেশ মন্ত্রকের দফতরে পৌঁছান। এই সময় দুই দেশের চলমান বিরোধ নিয়ে আলোচনা হয়। এর আগে রবিবার মালদ্বীপ সরকার মোদীকে নিয়ে বিতর্কের জেরে তিন মন্ত্রীকে বরখাস্ত করে। ভারতীয় হাইকমিশন এই মন্তব্য নিয়ে মালদ্বীপ সরকারের কাছে আপত্তি জানিয়েছিল।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি একদিনের লক্ষদ্বীপ সফরে গিয়েছিলেন। এই সময়, প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপের সুন্দর ছবি শেয়ার করেছিলেন এবং ভারতীয়দের কাছে এই কেন্দ্রশাসিত অঞ্চলটিকে তাদের পর্যটন গন্তব্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিয়েছিলেন। এর পরে, সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছিলেন মোদীর এই আবেদন 'মালদ্বীপের জন্য একটি বড় ধাক্কা ডেকে আনবে'।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের এই দাবিতে ক্ষুব্ধ, মালদ্বীপের অনেক নেতা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর সফর নিয়ে বিদ্রুপ করেছেন এবং তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এর পর #BoycottMaldives সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু করে। অনেক তাবড় ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়া ইউজাররা দাবি করেছেন যে তারা মালদ্বীপে তাদের সফর বাতিল করেছেন।

কী বলল মালদ্বীপ সরকার? 

লাক্ষাদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের প্রতিক্রিয়ায়, মালদ্বীপ সরকার রবিবার তার তিন মন্ত্রী মালশা শরীফ, মরিয়ম শিউনা এবং আবদুল্লাহ মাহজুম মাজিদকে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, মালদ্বীপ সরকার এই বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে সরকার। মালদ্বীপ সরকার মন্ত্রীদের বক্তব্যকে ব্যক্তিগত মন্তব্য বলেও বর্ণনা করেছে।

ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিবৃতি দেওয়ার পর মালদ্বীপের অন্যান্য নেতারা তাদের সমালোচনা করেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ মালদ্বীপের সরকারি কর্মকর্তাদের ভারতের বিরুদ্ধে বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি এক্স-এ একটি পোস্টে লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপের সরকারি কর্মকর্তাদের ভারতের বিরুদ্ধে ঘৃণামূলক ভাষা ব্যবহারের নিন্দা করছি। ভারত সবসময়ই মালদ্বীপের ভালো বন্ধু এবং আমাদের দু'দেশের মধ্যে বহু পুরনো বন্ধুত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে এই ধরনের অবমাননাকর মন্তব্য করা উচিত নয়'।

modi Maldives
Advertisment