২০০৬ মালেগাঁও বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্ট শুক্রবার চারজনকে জামিন দিয়েছে। এঁরা হলেন মনোহর নাওয়ারিয়া, রাজেন্দ্র চৌধরি, ধন সিং ও লোকেশ শর্মা।
২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযোগ থেকে তিন বছর আগে এনআইএ এদের মুক্তি দিয়েছিল।
২০০৬ সালের মালেগাঁও মামলায় দু দল অভিযুক্ত রয়েছে। বছরের পর বছর ধরে তদন্ত চালাচ্ছে তিনটি সংস্থা, মহারাষ্ট্র এটিএস, সিবিআই এবং এনআইএ। মামলা এখন রয়েছে এনআইএ-র অধীনে।
আজমীর শরিফ এবং মক্কা মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত অসীমানন্দ ২০১০ সালে ম্য়াজিস্ট্রেটের সামনে বয়ান লিপিবদ্ধ করার পর ২০১১ সালে মামলা স্থানান্তরিত হয় এনআইএ আদালতে। বয়ানে বলা হয় ২০০৬ সালের মালেগাঁও বিস্ফোরণে আরএসএস প্রচারক সুনীল জোশি এবং তার লোকজনের কাজ।
(বিস্তারিত আসছে)