Advertisment

মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পুত্রকে হুমকি ফোন, অভিযোগ দায়ের

প্রিয়াঙ্ক এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি প্রবীণ সুদের কাছে এ নিয়ে অভিযোগ দায়ের করেন এবং প্রাক্তন বিধান পরিষদ সদস্য রমেশ বাবু মঙ্গলবার এই অভিযোগ পত্রের কপি টুইটে শেয়ার করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kharge Rajyasabha Threat call

৭৭ বছর বয়সী খাড়গে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন

কর্নাটকে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী মল্লিকার্জুন খাড়গে ও তাঁরা ছেলে প্রিয়াঙ্ককে রবিবার ফোনে হুমকি দেওয়া হয়েছে। প্রিয়াঙ্ক এ ব্যাপারে রাজ্য পুলিশের প্রধানের কাছে অভিযোগ দায়ের করেছেন।

Advertisment

অভিযোগ অনুসারে খাড়গে রবিবার ভোর বেলা ল্যান্ডলাইনে মল্লিকার্জুনের কাছে ফোন আসে। পরে নিজের মোবাইল ফোনে একটি প্রাইভেট নম্বর থেকে ফোন পান প্রিয়াঙ্ক। প্রিয়াঙ্ক, যিনি নিজেও একজন কংগ্রেস বিধায়ক, অভিযোগে বলেন যিনি ফোন করেছিলেন তিনি হিন্দি ও ইংরেজিতে কথা বলছিলেন এবং তাঁরা বাবার বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলছিলেন। রাজ্য সভার ভোট নিয়ে কথা বলা হয় ওই ফোনে, ও মল্লিকার্জুনকে হুমকিও দেওয়া হয়।

প্রিয়াঙ্ক এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি প্রবীণ সুদের কাছে এ নিয়ে অভিযোগ দায়ের করেন এবং প্রাক্তন বিধান পরিষদ সদস্য রমেশ বাবু মঙ্গলবার এই অভিযোগ পত্রের কপি টুইটে শেয়ার করেন।

সোশাল মিডিয়ায় ভুয়ো তথ্য আটকাতে টেন্ডার সরকারি সংস্থার

সোমবারই রাজ্যসভা ভোটের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৭ বছরের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী খাড়গে। ১৯৭২ সালের পর থেকে ভোটে অপরাজিত খাড়গে ২০১৯ সালে নিজের কেন্দ্র কালবুর্গি থেকে বিজেপির নবাগত উমেশ যাদবের কাছে হেরে যান।

এদিকে মঙ্গলবার জেডিএসের প্রবীণ নেতা দেবেগৌড়া কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে লো প্রোফাইল দুজন কর্মী এরান্না কাডাডি (৫৪) ও অশোক গাস্তি (৫৫) মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কর্নাটক বিধানসভার সদস্যদের ১৯ জুন চারজন রাজ্যসভা সদস্যকে নির্বাচিত করার কথা।  বিজেপির প্রভাকর কোরে, কংগ্রেসের বিকে হরিপ্রসাদ ও এম ভি রাজীব গৌড়া এবং জেডিএসের কুপেন্দ্র রেড্ডি অবসর নেওয়ায় এই চারটি আসন খালি হয়েছে।

bjp CONGRESS
Advertisment