Advertisment

'দুধ কলা দিয়ে কালসাপ-কেউটে-গোখরো পুষেছি', শুভেন্দুকে নিশানা মমতার

হুগলির গোঘাটের সভামঞ্চ থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata goghat west bengal election 2021

নন্দীগ্রামে ভোটের আগে বুধবার হুগলির গোঘাটের সভামঞ্চ থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে দলত্যাগী শুভেন্দুকে বিঁধে মমতা বলেন, 'খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। দুধ কলা দিয়ে কালসাপ, কেউটে ,গোখরো সাপ পুষেছি।' এরপরই মমতা বলেন, 'তুইও নির্বাচনে লড়ছিস, আমিও লড়ছি, মানুষ যাকে পছন্দ করছে ভোট দেবে, যাকে পছন্দ করবে না, ভোট দেবে না।' এদিনও নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে 'গদ্দার' বলে কটাক্ষ করেন 'দিদি'।

Advertisment

পাশাপাশি মমতা বলেছেন, 'আমি কারও গায়ে হাত দিই না। আমার গায়ে কেউ হাত দিলেও ক্ষমা করে দিই। কিছু কিছু লোক আছে, যাদের বেশি ভালোবেসে ফেলেছি কী করব! কাল নন্দীগ্রামেও, কতগুলো বহিরাগত গুন্ডা, আমার গাড়ি ধরে হামলা করছে। গাড়িতে দুমদাম মারছে। এত বড় সাহস! নির্বাচন বলে চুপ করে আছি। তা না বলে দেখে নিতাম কতবড় চেহারা।'

এরপরই সভামঞ্চ থেকে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূল নেত্রী মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন। বলেন, 'মাথা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা কুল কুল।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 Suvendu Adhikari tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment