Advertisment

জামাই ষষ্ঠীর দিন সরকারি কর্মচারীদের জন্য ১৮ শতাংশ ডিএ ঘোষণা রাজ্য সরকারের

জামাইষষ্ঠীতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আনলেন মমতা সরকার। জানুয়ারি থেকে আরও ১৮% মহার্ঘ ভাতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাওয়া যাবে ১০% অন্তর্বর্তিকালীন ভাতাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জামাইষষ্ঠীতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আনলেন মমতা সরকার। জানুয়ারি থেকে ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। মঙ্গলবার নবান্নে ডিএ-র ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ১০ শতাংশ অন্তর্বর্তিকালীন ভাতারও ঘোষণা করা হয় এদিন। আগেই জামাইষষ্ঠীতে অর্ধেক দিনের ছুটির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফাঁকা নবান্নে রাজ্য সরকারের এই সারপ্রাইজের কথা জানতেন না কেউই।

Advertisment

রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি পুরসভা, পঞ্চায়েতের কর্মচারীরা, স্কুল ও কলেজ শিক্ষকরা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এই বাড়তি মহার্ঘ ভাতা পাবেন। ১০ শতাংশ ইন্টেরিম রিলিফ ৭ শতাংশ ডিএ-র সমান অর্থাৎ ১৮% মহার্ঘ ভাতা ও ১০% অন্তর্বর্তিকালীন ভাতা মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন ২৫% বকেয়া। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। তবে বিগত বছরগুলোয় দুর্গাপুজোর সময় ঘোষণা করা হয় এই মহার্ঘ ভাতার। এবছর সাত মাস আগেই জানিয়ে দেওয়া হল ডিএ-র কথা।এদিন প্রশাসনিক ভবনে ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্র।

আরও পড়ুন,Kolkata Heat Wave: বাড়তি ছুটির ঘোষণা এবার বেসরকারি স্কুলেও

ঘোষণার সময় এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আগের সরকারের ঋণ মেটাতেই অর্ধেক টাকা চলে যায়। তারপর দু টাকা কেজি চাল ও বিভিন্ন প্রকল্প সামলে যতটা পারা যায় দিলাম।" তিনি আরও বলেন, মহার্ঘ ভাতা দিতে সরকারের মোট ৫,০০০ কোটি টাকা খরচ হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ১২৫% মহার্ঘ ভাতা দিয়ে সপ্তম পে কমিশন তৈরি করেছিল কেন্দ্র। সেই পে কমিশন তৈরি করতে না পারায় অন্তর্বর্তিকালীন ভাতা দেয় রাজ্য সরকার। তিন দফায় রাজ্য সরকার পে কমিশনের সময়সীমা বাড়িয়েছে তিন বছর। ২০১৫ সালে এরাজ্যে ষষ্ঠ পে কমিশন চালু হয়েছে। তবে এদিন ডিএ ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ফারাক থাকল ১৭%। সম্প্রতি নজরুল মঞ্চে সরকারি কর্মীদের সভায় মহার্ঘ ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বিরোধীদের একাংশের দাবী, পে কমিশনের আবেদন কার্যকর না করার জন্যই এত তড়িঘড়ি এই ঘোষণা করলেন তৃনমূল সরকার।

Mamata Banerjee tmc
Advertisment