করোনা মোকাবিলায় প্রথম থেকেই বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার এই পরিস্থিতিতে নিজের 'সীমিত ক্ষমতার' মধ্যে থেকেই আর্থিক সাহায্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অর্থদান করলেন মমতা। পাশাপাশি, পশ্চিমবঙ্গের স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডেও ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ খবর মঙ্গলবার নিজেই টুইট করে জানিয়েছেন মমতা।
আরও পড়ুন: ‘মমতা যা করেছেন সবটাই রাজনীতি, মোটেই সেবা নয়’, করোনায় বেনজির আক্রমণ দিলীপের
টুইটারে এদিন মমতা লিখেছেন, ''আমি বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নিই না। সাংসদ পেনশনও ত্যাগ করেছি। আমার যা আয় তা আমার সৃষ্টিশীল কাজের মাধ্যমেই হয়ে থাকে। বই, গানের রয়্য়ালটি থেকে যা পাই, সেই দিয়েই এই আর্থিক সাহায্য করলাম''। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে যে তিনি বেতন নেন না, তা এর আগেও জানিয়েছেন মমতা।
করোনা মোকাবিলায় প্রথম থেকেই মমতার পদক্ষেপ চোখে পড়েছে। কখনও হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়েছেন তিনি, কখনও আবার দোকান-বাজারে সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখতে হবে, সে ব্যাপারে সকলকে পরামর্শ দিতে রাস্তায় ইটের টুকরো দিয়ে এঁকে দেখিয়েছেন। করোনা রুখতে মমতার এমন 'সক্রিয়' ভূমিকার প্রশংসাও হয়েছে বিভিন্ন মহলে। এবার অর্থ সাহায্যের হাতও বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন