মমতার উদ্যোগে আইএসএলের বন্ধ দরজা খুলে গিয়েছে ইস্টবেঙ্গলের সামনে

'ওরা বঞ্চিত হতে শুরু করেছিল। ওরা এখন থেকে আইএসএল খেলবে।’

'ওরা বঞ্চিত হতে শুরু করেছিল। ওরা এখন থেকে আইএসএল খেলবে।’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইএসএলের আঙিনায় ইস্টবেঙ্গল। এই জায়গা করে দিতে নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এসেছেন। মনে করা হচ্ছে সেই কারণেই অবশেষে আইএসএলের বন্ধ দরজা খুলে গিয়েছে ইস্টবেঙ্গলের সামনে।

Advertisment

বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল সম্পর্কে সেই সমস্ত উদ্যোগের কথা জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, শতবর্ষের ইস্টবেঙ্গল আইএসএল থেকে বঞ্চিত হোক, এটা তিনি মানতে পারছিলেন না।

আরও পড়ুন- নতুন ইনভেস্টর ইস্টবেঙ্গলে, এই বছরেই হয়ত আইএসএলে কলকাতা ডার্বি

Advertisment

ইস্টবেঙ্গল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রাম হোক বা শহর, ফুটবল সব জায়গায় খেলা হয়। এবছর ইস্টবেঙ্গল ১০০ বছর উদযাপন করছে। তার মাঝেই (আইএসএল খেলা নিয়ে) একটা অনিশ্চয়তা ছিল। ওরা বঞ্চিত হতে শুরু করেছিল। ওরা এখন থেকে আইএসএল খেলবে।’

Mamata Banerjee East Bengal