Advertisment

'দুঃখজনক খবর-দ্রুত আরোগ্য কামনা' কুন্নুরে সেনা কপ্টার দুর্ঘটনায় টুইট মমতার

কপ্টার দুর্ঘটনার খবর প্রশাসনিক বৈঠকের মাঝে পৌঁছাতেই উদ্বেগ প্রকাশ করে তা বন্ধ করে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee on Army Chopper Crash

দুর্ঘটনার কবলে বিপিন রাওয়াত। উদ্বেগ প্রকাশ মমতার।

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে সেনা চপারটি। সেই চপারে ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। সেই খবর এসে পৌঁছতেই মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন টুইট করেন তিনি।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, 'কুন্নুর থেকে অত্যন্ত দুঃখজনক খবর আসছে। কপ্টারের সওয়ারি বিপিন রাওয়াত সহ সকলের মঙ্গল প্রার্থনা করছে আজ গোটা দেশ। পাশাপাশি আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছে।'

এ দিন মালদহে প্রশাসনিক বৈঠকের মাঝপথেই সেনা কপ্টার ভেঙে পড়ার খবর পৌঁছায়। যা শুনেই প্রসানিক বৈঠকের মাঝপথে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'বড়সড় দুঃসংবাদ এল। মনটা খারাপ হয়ে গেল। কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।' কীভাবেঘটে দুর্ঘটনা তা জানতে চান তিনি।

আরও পড়ুন- চপার ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ, সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী

শেষ পাওয়া খবর অনুসারে, গুরুতর জখম হয়েছেন সিডিএস বিপিন রাওয়াত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ওই কপ্টারের বেশ কয়েকজন সওযারির মৃত্যু হয়েছে। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এই ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী। বিপিন রাওয়াতে বাড়িতে গিয়েছেন রাজনাথ সিং।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Indian army Bipin Rawat
Advertisment