'অ্যাপ বাতিলই যথেষ্ট নয়, চিনকে জুৎসই জবাব দেওয়া দরকার', মুখ খুললেন মমতা

'একদিকে আমাদের আগ্রাসী হতে হবে, অন্যদিকে, কূটনৈতিক প্রক্রিয়াও জারি রাখতে হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

কয়েকটি অ্যাপ বাতিলই যথেষ্ট নয়, চিনকে জুৎসই জবাব দিতে হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ করবে, তাতে তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন দেবে বলেও জানিয়েছেন মমতা।

Advertisment

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'শুধু কয়েকটি অ্যাপ বাতিল করেই ফল মিলবে না। আমরা চিনকে উপযুক্ত জবাব দিতে চাই। এটা বিদেশমন্ত্রকের বিষয়। আমরা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়ে আসছি, কিন্তু, একদিকে আমাদের আগ্রাসী হতে হবে, অন্যদিকে, কূটনৈতিক প্রক্রিয়াও জারি রাখতে হবে।'

ইন্দো-চিন সীমান্তে উত্তেজনা চরমে। মঙ্গলবার দু'তরফের সেনা পর্যায়ের বৈঠকেও উত্তেজনা প্রশমণের তেমন কোনও সমাধান সূত্র মেলেনি। এর মাঝেই বেজিংকে ধাক্কা দিতে ভার্চুয়াল স্টাইক করেছে দিল্লি। দেশের সুরক্ষা ও অখণ্ডতার স্বার্থে সোমবার ৫৯টি চিনা অ্যাপকে বাতিল বলে ধোষণা করেছে কেন্দ্র। দিল্লির এই পদক্ষেপকে 'গভীর উদ্বেগজনক' বলে জানিয়েছে চিন।

আরও পড়ুন:  ‘বৈষম্যমূলক আচরণ পাল্টে সুষ্ঠু বাণিজ্যের পরিবেশ তৈরি হোক’, ভারতে চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় সরব বেজিং

Advertisment

মমতার প্রতিক্রিয়ার আগে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চিনা অ্যাপ নিষিদ্ধ করা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেন। কেন্দ্রীয় পদক্ষেপকে ' হাস্যকর দ্বিচারিতা' বলে মন্তব্য করেন অভিষেক। টুইটে তিনি লেখেন, 'কয়েকদিন আগে পর্যন্ত লাদাখ সীমান্তে শহিদদের প্রতি শোকবার্তা এই সব চিনা অ্যাপে শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সেই অ্যাপকেই নিষিদ্ধ ঘোষণা করতে চাইছেন তিনি। এটা সরকারের হাস্যকর দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়।'

চিনা অ্যাপ নিষিদ্ধ প্রসঙ্গে সিপিএম পলিটব্যুরো সদস্য মঃ সেলিম বলেন, 'এই ধরনের অ্যাপগুলো থেকেই বিজেপির নতুন নেতৃত্ব উঠে এসেছে। এমনকী স্বয়ং প্রধানমন্ত্রীকে চিনা অ্যাপের প্রচারে দেখা গিয়েছে। অ্যাপ ব্লকের বদলে মোদী দেশের সীমান্ত সুরক্ষিত করুন। বিদেশি আক্রমণ মোকাবিলায় দেশবাসীর জোটবদ্ধ হওয়া প্রয়োজন।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi Mamata Banerjee india china standoff