ভোটের আগে রাজ্যের সব মানুষের জন্য টিকা কিনতে কেন্দ্রীয় অনুমোদনের আবেদন জনিয়েছিল নবান্ন। যা না দেওয়াকেই প্রচারে হাতিয়ার করেন তৃণমূল নেত্রী। রাজ্যে করোনাা সংক্রমণের ব্যাপক বৃদ্ধির জন্যও কেন্দ্রীয় উদাসীনতাকে নিশানা করেন মমতা। এর মধ্যেই সোমবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ১ মে থেকে খোলা বাজারে করোনার ভ্যাকসিন মিলবে। ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা পাবেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মুর্শিদাবাদের নির্বাচনী প্রচারমঞ্চ থেকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী, তাঁর কথায়,‘এত মানুষ আক্রান্ত হচ্ছেন। আর কেন্দ্র বলছে খোলাবাজারের করোনার টিকা মিলবে। মিলবে কী করে? এত ভ্যাকসিন কোথায়?’
দেশে পর্যাপ্ত টিকা নেই। তা সত্ত্বেও কেন্দ্র বিদেসে টিকা রফতানি করছে। যার বিরুদ্ধে এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘দেশ থেকে করোনার ৬৪ শতাংশ ওষুধ বিদেশে পাঠাচ্ছেন। নিজের দেশের কথা ভাবলেন না একবারও। উনি ভালো সাজচ্ছেন। আরে এখন তো মরে গেলেও টিকা পাব না।' বাজারে টিকার সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তিনি।