/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/mamata-8.jpg)
ফাইল ছবি
কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল নেত্রী। বিদেশে টিকা রফতানি নিয়েও মোদী সরকারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়ে তাঁর আশঙ্কা, 'এখনতো মরে গেলেও টিকা মিলবে না।'
ভোটের আগে রাজ্যের সব মানুষের জন্য টিকা কিনতে কেন্দ্রীয় অনুমোদনের আবেদন জনিয়েছিল নবান্ন। যা না দেওয়াকেই প্রচারে হাতিয়ার করেন তৃণমূল নেত্রী। রাজ্যে করোনাা সংক্রমণের ব্যাপক বৃদ্ধির জন্যও কেন্দ্রীয় উদাসীনতাকে নিশানা করেন মমতা। এর মধ্যেই সোমবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ১ মে থেকে খোলা বাজারে করোনার ভ্যাকসিন মিলবে। ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা পাবেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মুর্শিদাবাদের নির্বাচনী প্রচারমঞ্চ থেকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী, তাঁর কথায়,‘এত মানুষ আক্রান্ত হচ্ছেন। আর কেন্দ্র বলছে খোলাবাজারের করোনার টিকা মিলবে। মিলবে কী করে? এত ভ্যাকসিন কোথায়?’
আরও পড়ুন-দেশে অক্সিজেন চাহিদা এবং মৃত্যু হার প্রায় এক!
আরও পড়ুন-পরিযায়ীদের দুর্ভোগ নিয়ে মোদীকে ফের ‘কর্তব্য’ স্মরণ করালেন রাহুল, প্রশ্ন টিকাকরণ নিয়েও
দেশে পর্যাপ্ত টিকা নেই। তা সত্ত্বেও কেন্দ্র বিদেসে টিকা রফতানি করছে। যার বিরুদ্ধে এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘দেশ থেকে করোনার ৬৪ শতাংশ ওষুধ বিদেশে পাঠাচ্ছেন। নিজের দেশের কথা ভাবলেন না একবারও। উনি ভালো সাজচ্ছেন। আরে এখন তো মরে গেলেও টিকা পাব না।' বাজারে টিকার সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তিনি।
মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার আজ করোনা আক্রান্ত হয়েছেন। এপ্রসঙ্গে কটাক্ষের সুরে তৃণমূল নেত্রী বলেন, ‘এবার কী বাড়ি থেকে বসে ওঁরা কাজ করবেন? বাড়ি থেকে কাজ মানে তো বুঝতেই পারছেন! সবটাই বিজেপি করবে। মতুন করে কিছু আর বলব না।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন