ভোটে তৃণমূলের সাফল্যের পরই কেন্দ্রের উপর চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকল দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি জানালেন তৃণমূল নেত্রী। দাবি না মানলে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বলারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন কালীঘাটে দলের সাফল্যের পর সাংবাদিক সম্মেলনে কোভিড পরিস্থিতির কথা উঠে আসে। সেখানেই তৃণমূল সুপ্রিমো বলেন, 'কেন্দ্র ১৪০ কোটি দেশবাসীকে বিনামূল্য়ে ভ্যাকসিন দিক। এতে এমন কিছু খরচ হবে না। খুব বেশি হলে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা খরচ হবে।' এরপরই সুর চড়িয়ে হুশিয়ারির সুরে বলেন, 'সকলকে বিনা খরচায় ভ্যাকসিন না দিলে আমি ধর্নায় বসব। গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসে প্রতিবাদ করব।'
এই প্রথম নয়, প্রচারে ও টুইটে এর আগে কেন্দ্রের বিনামূল্যে টিকাকরণের দাবি তোলেন মুখ্যমন্ত্রী। এছাড়া, আগেই তিনি ঘোষণা করেছেন যে, বাংলার সকলে বিনামূল্যে টিকা দেওয়া হবে। তারও আগে বাংলার সকলকে বিনামূল্যেটিতাককরণের জন্য প্রস্তুতকারী সংস্থার থেকে সরাসরি টিকা কেনার অমুমতি কেন্দ্রের কাছে চেয়েছিলেন মমতা। যদিও তাতে কর্ণপাত করেনি মোদী সরকার। ফলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি।
পরে দেশিয়া টিকার দাম বৈষম্য নিয়েও সরব হয়েছেন মমতা।