/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/cmcm.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি ফের কেন্দ্রে সরকারে গড়তে চলেছে। বাংলাতেও গেরুয়া শিবিরের বিপুল আসনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুথ ফেরত সমীক্ষাগুলি এমন আভাস দিতেই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্সিট পোলের ফলাফলকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এক্সিট পোলে বিশ্বাস করেন না। এর মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I appeal to all Opposition parties to be united, strong and bold. We will fight this battle together
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2019
আরও পড়ুন: বিজেপির ভাল ফলের আভাস বাংলার বুথফেরত সমীক্ষায়, ষড়যন্ত্র দেখছেন মমতা
প্রসঙ্গত, সপ্তম তথা শেষ দফার নির্বাচন শেষ হওয়ার পরই বিভিন্ন সংস্থা এক্সিট পোলের ফলাফল প্রকাশ করতে শুরু করে। অধিকাংশ এক্সিট পোলেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। এক্সিট পোল অনুযায়ী, বাংলায় বিজেপি-র আসনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। বঙ্গে বিজেপি সর্বোচ্চ ১৬টি আসন পাবে বলে দাবি করা হয়েছে একটি এক্সিট পোলের ফলাফলে।
মমতা এদিন টুইটে লিখেছেন, 'আমি এক্সিট পোলের গুজবে বিশ্বাস করি না। এর প্রধান উদ্দেশ্য হল হাজার হাজার ইভিএমকে অন্যত্র সরিয়ে দেওয়া অথবা উদ্দেশ্যপ্রণোদিত কারসাজিতে সুবিধা করে দেওয়া। সবকটি বিরোধী দলের প্রতি আমার আবেদন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই যুদ্ধ আমদের একসঙ্গেই লড়তে হবে।'