Advertisment

এক্সিট পোল মানি না, গর্জন মমতার

মমতা এদিন টুইটে লিখেছেন, '‘‘আমি এক্সিট পোলের গুজবে বিশ্বাস করি না। এর প্রধান উদ্দেশ্য হল হাজার হাজার ইভিএমকে অন্যত্র সরিয়ে দেওয়া অথবা উদ্দেশ্যপ্রণোদিত কারসাজিতে সুবিধা করে দেওয়া’’।

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha election 2019, mamata banerjee, লোকসভা নির্বাচন ২০১৯, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি ফের কেন্দ্রে সরকারে গড়তে চলেছে। বাংলাতেও গেরুয়া শিবিরের বিপুল আসনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুথ ফেরত সমীক্ষাগুলি এমন আভাস দিতেই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এক্সিট পোলের ফলাফলকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এক্সিট পোলে বিশ্বাস করেন না। এর মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: বিজেপির ভাল ফলের আভাস বাংলার বুথফেরত সমীক্ষায়, ষড়যন্ত্র দেখছেন মমতা

প্রসঙ্গত, সপ্তম তথা শেষ দফার নির্বাচন শেষ হওয়ার পরই বিভিন্ন সংস্থা এক্সিট পোলের ফলাফল প্রকাশ করতে শুরু করে। অধিকাংশ এক্সিট পোলেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। এক্সিট পোল অনুযায়ী, বাংলায় বিজেপি-র আসনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। বঙ্গে বিজেপি সর্বোচ্চ ১৬টি আসন পাবে বলে দাবি করা হয়েছে একটি এক্সিট পোলের ফলাফলে।

মমতা এদিন টুইটে লিখেছেন, 'আমি এক্সিট পোলের গুজবে বিশ্বাস করি না। এর প্রধান উদ্দেশ্য হল হাজার হাজার ইভিএমকে অন্যত্র সরিয়ে দেওয়া অথবা উদ্দেশ্যপ্রণোদিত কারসাজিতে সুবিধা করে দেওয়া। সবকটি বিরোধী দলের প্রতি আমার আবেদন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই যুদ্ধ আমদের একসঙ্গেই লড়তে হবে।'

Mamata Banerjee
Advertisment