নন্দীগ্রামে ভোটের দিনই ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। জানিয়েছিলেন, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রাম থেকে পরাজিত হবেন। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নন্দীগ্রামে 'দিদি হারছেন' বলে সাফ জানালেন অমিত শাহ। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই পর্যায়ে উত্তরবঙ্গের ১৪টি আসনে ভোট হবে। তারই প্রচারে শুক্রবার শীতলকুচিতে প্রচার করেন বিজেপির 'চাণক্য'। সেখানেই শাহ জানান, দু'দফায় যে ৬০ আসনে ভোট হয়েছে তার মধ্যে ৫০টিতেই জিতবে পদ্ম ব্রিগেড।
Advertisment
কী বলেছেন অমিত শাহ?
'মমতা উত্তরবঙ্গের সঙ্গে সব সময় অন্যায় করেছেন। এই জন্যই আপনাদের ভয় পান দিদি।'
'কলকাতা থেকে ৭০০ কিলোমিটার দূর উত্তরবঙ্গের কোচবিহার। কিন্তু দিদির হৃদয়ে এর দূরত্ব ৭ হাজার কিলোমিটার।'
'মোদীজি রাস্তা বানানোর জন্য ২২ কোটি টাকা দিয়েছেন। কিন্তু রাস্তা হয়েছে কি? হয়নি, কারণ দিদি চাননি ভালো রাস্তা হোক।'
'বিজেপি-র সরকার এলে অনেক বেশ গুরুত্ব দেওয়া হবে উত্তববঙ্গকে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্যদ গড়া হবে।'
' বছরে ২ হাজার কোটি টাকা দেওয়া হবে উত্তরবঙ্গের উন্নয়নে।'
'দিল্লির এইমসের ধাঁচে কোচবিহারে হাসপাতালে হবে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। বোগডোগরা আন্তর্জাতিক বিমান বন্দর হবে।'
'প্রথম দুই দফার ভোটে ৬০ মধ্যে ৫০টি আসন পাবে বিজেপি।'
'বিকাশ, বিশ্বাস, বাণিজ্য – মোদি সরকার চলে এই 3B ফর্মুলায়। আর মমতা সরকার চালান 3T ফর্মুলায় – তোলাবাজি, তানাশাহি, তুষ্টিকরণ।'
'লোকসভায় বিজেপি ভালো ফল করেছিলো। মনে রাখবেন এবারও উত্তরবঙ্গের একটা আসনও তৃণমূলকে দেওয়া চলেব না।
Advertisment
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন