Advertisment

‘বাংলায় টিকা উৎপাদন হাব হোক, জমি দেবে সরকার’, মোদীকে প্রস্তাব মমতার

‘আমার পরামর্শ, আর বেশি দেরি না করে এবার টিকার আমদানিতে জোর দেওয়া উচিত কেন্দ্রের। কারণ এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, তাতে টিকার আমদানিই সবচেয়ে বেশি জরুরি।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Yaash Cycolne, Bengal CM, Mamata-Modi, Aerial Survey

কেন্দ্রের টিকানীতি নিয়ে একাধিক রাজ্যের প্রশ্নবাণে বিদ্ধ নরেন্দ্র মোদী সরকার। টিকার দাবিতে চলতি প্রায় হাফ ডজন চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার অন্যথা হলো না। তবে এই চিঠির সঙ্গে ইতিবাচক এক প্রস্তাব জুড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘টিকার বিপুল চাহিদা মেটাতে বিদেশি সংস্থাগুলিকে দিয়ে টিকা উৎপাদন করানো যেতে পারে। দেশে তাদের শাখা খোলার ব্যবস্থাও করা যেতে পারে। কেন্দ্র যদি চায়, তবে টিকা তৈরির কারখানার জন্য এই সংস্থাগুলিকে জমিও দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার।‘

Advertisment

বুধবার মোদীকে লেখা ওই চিঠিতে বিদেশ থেকে টিকা আমদানি করার প্রস্তাবও দিয়েছেন মমতা। মোদীকে পরামর্শ, ‘টিকাকরণই যখন সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় তখন টিকার জন্য এবার বিদেশি সংস্থাগুলির শরণাপন্ন হোক কেন্দ্র।‘

মমতার কথায়, ‘দেশের বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আমরা এখন যাচাই করে নিতে পারি বিদেশের কোন সংস্থার তৈরি টিকা ভারতে সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি কার্যকরী। তা দেখে, বিচার বিবেচনা করে দ্রুত বিদেশ থেকে টিকা আমদানির করা যেতে পারে।‘  

মোদীকে তিনি লিখেছেন, ‘আমার পরামর্শ, আর বেশি দেরি না করে এবার টিকার আমদানিতে জোর দেওয়া উচিত কেন্দ্রের। কারণ এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, তাতে টিকার আমদানিই সবচেয়ে বেশি জরুরি।‘

এমনকি দেশে ওইসব বিদেশি সংস্থার শাখা বা ফ্র্যাঞ্চাইজি খোলার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে আবেদন জানান তিনি। তিনি লিখেছেন, ‘কেন্দ্র যদি চায়, তবে টিকা তৈরির কারখানার জন্য রাজ্য জমি দিতেও রাজি।‘ একই প্রস্তাব সরাসরি দেশের টিকা উৎপাদনকারী সংস্থাগুলিকেও দিয়েছেন মমতা।

দেশের টিকার চাহিদার অনুপাতে জোগান যে যথেষ্ট নয়, তা আগেও বলেছেন মমতা। বুধবারের চিঠিতেও লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট যে, দেশের টিকার উৎপাদন চাহিদার অনুপাতে যথেষ্ট নয়। পশ্চিমবঙ্গের ১০ কোটি এবং দেশের ১৪০ কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য যে পরিমাণ টিকার জোগান দরকার, এ পর্যন্ত তার অতি সামান্যই পূরণ করা গিয়েছে।’

Bengal Government Mamata Writes to Modi
Advertisment