Advertisment

পুলিশি হেফাজতেই আত্মহত্যা, বিমান সেবিকা খুনে মুল অভিযুক্তের মৃত্যু

ছত্তিশগড়ের বাসিন্দা প্রশিক্ষণরত বিমান সেবিকাকে ৩ সেপ্টেম্বর আন্ধেরির একটি আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai air hostess, Mumbai jail, Rupal Ogrey, Mumbai air hostess accused, Mumbai murder, Mumbai crime, Mumbai news, latest news, air hostess murder case

ছত্তিশগড়ের বাসিন্দা প্রশিক্ষণরত বিমান সেবিকাকে ৩ সেপ্টেম্বর শহরতলির আন্ধেরির একটি আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রশিক্ষণরত বিমান সেবিকা রুপাল ওগ্রে হত্যা মামলায় মূল অভিযুক্ত মুম্বইয়ের একটি কারাগারে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে অভিযুক্ত, বিক্রম অটওয়াল, তার প্যান্ট ব্যবহার আত্মহত্যার ঘটনা ঘটান।

Advertisment

ছত্তিশগড়ের বাসিন্দা প্রশিক্ষণরত বিমান সেবিকাকে ৩ সেপ্টেম্বর আন্ধেরির একটি আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থায় প্রশিক্ষণের জন্য এপ্রিল মাসে মুম্বই এসেছিলেন।

আতওয়াল, যিনি গত এক বছর ধরে আবাসিক সোসাইটিতে হাউসকিপিংয়ের কাজ করতেন, সোমবার এই হত্যাকাণ্ড তাকে গ্রেফতার করা হয়। সে অপরাধের কথা স্বীকার করেছিল বলেই জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অটওয়াল ঘর পরিষ্কার করার অজুহাতে তরুণীর ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। তরুণী বাঁধা দিতে গেলে পাল্টা অভিযুক্ত ওই যুবক তাকে গলা কেটে তরুণীকে হত্যা করে দেহ বাথরুমে ফেলে রেখে চলে যান।

পুলিশ জানতে পেরেছে যে অটওয়াল রাত সাড়ে ১১টা থেকে দেড়টার মধ্যে প্রায় দুই ঘণ্টা ওই তরুণীর ফ্ল্যাটে ছিলেন।

হাউজিং সোসাইটির পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে ৯ ইঞ্চির একটি ছুরি। যার সাহায্যেই তরুণীকে হত্যা করা হয় বলেই ধৃত যুবক জেরায় স্বীকার করেন।

mumbai Murder
Advertisment