কংগ্রেস নেত্রীর নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকির দায়ে গ্রেফতার

কংগ্রেসের ওই মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এ ব্যাপারে সক্রিয় হওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানিয়েছেন। মুম্বই ও দিল্লি পুলিশ এ ব্যাপারে উদ্যোগী হয়েছে বলেও জানিয়েছেন ওই কংগ্রেস মুখপাত্র।

কংগ্রেসের ওই মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এ ব্যাপারে সক্রিয় হওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানিয়েছেন। মুম্বই ও দিল্লি পুলিশ এ ব্যাপারে উদ্যোগী হয়েছে বলেও জানিয়েছেন ওই কংগ্রেস মুখপাত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
twitter rape threat

ধর্যণের হুমকিদাতাকে গ্রেফতার করেছে পুলিশ (প্রতীকী ছবি)

কংগ্রেস মুখপাত্রের নাবালিকা কন্যাকে টুইটে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল গুজরাটের আহমেদাবাদের এক বাসিন্দাকে। অভিযুক্তের টুইটার হ্যান্ডেল @girishk1605। ওই ব্যক্তিকে আহমেদাবাদে আদালতের সামনে হাজির করা হয় এদিন। ওই ব্যক্তির বিরুদ্ধে আইটি অ্যাক্ট ও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisment

কংগ্রেসের ওই মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এ ব্যাপারে সক্রিয় হওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানিয়েছেন। মুম্বই ও দিল্লি পুলিশ এ ব্যাপারে উদ্যোগী হয়েছে বলেও জানিয়েছেন ওই কংগ্রেস মুখপাত্র। তিনি বলেছেন, ‘‘আশা করি যে অসংখ্য নামহীন ট্রোলেরা বিশ্বাস করে এ ধরনের হুমকি দিয়ে পার পেয়ে যাবে তারা এ ঘটনা থেকে শিক্ষা নেবে।’’

ধৃত ব্যক্তি গত রবিবার টুইট করে এই ধর্ষণের হুমকি দিয়েছিল। ওই টুইটের রিপ্লাইতে মুম্বই পুলিশকে ট্যাগ করেছিলেন ওই কংগ্রেস নেত্রী। যে টুইটার হ্যান্ডেল থেকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল সেই হ্যান্ডেলের প্রোফাইল পিকচার হিসেবে রামচন্দ্রের ছবি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisment

এরপর গোরেগাঁও থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।  ওই টুইটার ব্যবহারকারীর বিরুদ্ধে সরব হয়েছিলেন সব রাজনীতিবিদরাও।

Social Media CONGRESS twitter