Advertisment

সিঙ্ঘু সীমানায় ফের হামলা, মুরগি বিক্রেতাকে মারধর, কাঠগড়ায় নিহাঙ্গ শিখ

সম্প্রতিই সিঙ্ঘু সীমান্তে এক শ্রমিকের ক্ষতবিক্ষত ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সেই রেশ কাটার আগেই...

author-image
Rajit Das
New Update
Man assaults chicken seller at Singhu border Nihang Sikh arrested

জখম মুরগি বিক্রেতা বিনোদ পাসোয়ান।

সম্প্রতিই সিঙ্ঘু সীমান্তে এক শ্রমিকের ক্ষতবিক্ষত ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ওই যুবককে। সেই ঘটনায় অভইযুক্ত দুই শিখ নিহাঙ্গ থানায় আত্মসমপর্ণ করেছে। সেই রেশ কাটার আগেই ফের সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন জায়গার কাছে হামলার অভিযোগ, গ্রেফতার এক শিখ নিহাঙ্গ।

Advertisment

ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যার। পোলট্রি থেকে মুরগি নিয়ে ক্রেতার বাড়িতে যাচ্ছিলেন বিনোদ পাসোয়ান নামে এক ব্যক্তি। অভিযোগ, মাঝপথে সিংঘু সীমান্তের কাছে এক ব্যক্তি বিনোদকে আটকায় এবং তাঁকে বিনামূল্যে মুরগি দেওয়ার দাবি জানায়। বিনোদ পাসোয়ান অস্বীকার করতেই শুরুতে বচসা পরে তাঁকে রড দিয়ে আঘাত করা হয়। এতেই বিনোদের পা ভেঙে যায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নবীন কারনালের বাসিন্দা ও শিখ নিহাঙ্গ।

কুন্দলি থানার স্টেশন হাউস অফিসার বলেছেন, 'অভিযুক্ত নিহাঙ্গ শিখ গোষ্ঠীর, তাঁকে গ্রেফতার করা হয়েছে। জখম বিনোদ পাসোয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

একটি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে জখম বিনোদ পাসোয়ান ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছেন, 'ও মুফতে মুরগি চেয়েছিল। জবাবে আমি শুধু বলেছিলাম যে বিনামূল্যে মুরগি দিতে পারব না, কারণ দোকানের মালিককে আমায় জবাবদিহি করতে হবে। এমনকি প্রমাণ হিসাবে ইনভয়েস স্লিপও দেখাই। একটিও মুরগি কম হলে, আমায় ওরা চোর ভাববে, আমা চাকরি চলে যাবে। আমি ওকে পোলট্রি থেকে সরাসরি মুরগি কিনে নিতে বলেছিলাম। কিন্তু ওই ব্যক্তি আমার পকেটে বিড়ি দেখতে পেয়েই আচমকা আমার উপর হামলা করে। বলে কেন আমি কৃষকদের আন্দোলনস্থলের কাছে বিড়ি খেয়েছি। আমি বলেছিলাম, আমি বিড়ি খেলেও ওখানে খাইনি। কিন্তু ওই লোকটা কিছু না শুনেই আমার উপর হামলা চালালো।'

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৬ (অপরাধের জন্য ভীতি প্রদর্শন) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Singhu Border Nihang Sikh
Advertisment