Utterly Butterly Girl-এর মাধ্যমে আমুলকে পরিচয় করিয়ে দেওয়া মহান ব্যক্তিত্বের মৃত্যু। শোকের ছায়া আমুল পরিবারে। ৮০ বছর বয়সে মারা গেলেন Utterly Butterly Girl-এর শ্রষ্ঠা সিলভেস্টার দা কুনহা। 'অ্যাড গুরু' হিসেবে তিনি সারা বিশ্বে জনপ্রিয়। আমুল গার্লের মাধ্যমে ব্র্যান্ডের পরিচয় দিয়েছিলেন তিনি। আর আজ আমুল যেন পিতৃহারা। মুম্বইয়ে ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন অ্যাডগুরু সিলভেস্টার দা কুনহা।
একটি বিজ্ঞাপনের মাধ্যমে আমুলকে নতুন পরিচয় দিয়েছিলেন তিনি। মঙ্গলবার মুম্বইয়ে প্রয়াত হয়েছে সেই বিখ্যাত অ্যাডগুরু। সিলভেস্টার দা কুনহার বয়স হয়েছিল ৮০ বছর। আমুল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এক টুইটে এই খবর জানিয়েছেন।
আমুল ব্র্যান্ডকে ভারতের অন্যতম বড় ব্র্যান্ডে পরিণত করার পেছনে আমুল গার্লেরও বড় ভূমিকা রয়েছে। ১৯৬৬ সালে গুজরাটের কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড তাদের সংস্থার বিজ্ঞাপনের জন্য ম্যাসকট তৈরির চিন্তাভাবনা শুরু করেন। অ্যাডভাটাইজিং অ্যান্ড সেলস প্রোমোশন নামের এক সংস্থাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়। আমুলের চেয়ারম্যানের পরামর্শে সিলভেস্টার ও ফার্নান্ডেজ আমুল গার্লের কনসেপ্ট তৈরি করেন। পাঁচ দশক পরে এখনও দেশের বিজ্ঞাপন জগতে একইরকম জনপ্রিয় আমুল গার্ল। আমুল গার্ল ১৯৬৬ সালে প্রথম সামনে আনেন সিলভেস্টার দা কুনহা। আমুল গার্ল ব্র্যান্ডকে দেশ ও বিশ্বে নতুন পরিচয় দিয়েছে।
সিলভেস্টার দা কুনহার মৃত্যুর খবর ট্যুইটারে জানিয়েছেন আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। তিনি সিলভেস্টারের মৃত্যু বিষয়ে লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে দাকুনহা কমিউনিকেশনসের চেয়ারম্যান সিলভেস্টার দাকুনহার মৃত্যু খবর জানাচ্ছি। ভারতের বিজ্ঞাপন জগতের এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব আমুলের সঙ্গে জড়িয়ে ছিলেন ষাটের দশক থেকে। তাঁর বিয়োগে আমুল পরিবার শোকাহত”।
আমুল গার্ল ক্যাম্পেইন শুরুর তিন বছর পর, গারসন এবং সিলভেস্টার মিলে ১৯৬৯ সালে আমুল গার্লকে নিয়ে দাকুনহা কমিউনিকেশন গঠন করেন। ২০১৬ সালে এই অভিযানের ৫০ বছর পূর্ণ হয়েছিল। এখন এই সংস্থা চালাচ্ছেন সিলভেস্টারের ছেলে রাহুল। আমুলের জিএম মার্কেটিং পবন সিং বলেছেন যে “সিলভেস্টার দাকুনহার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লেগেছে। প্রায় তিন দশক ধরে তার কাছ থেকে ব্র্যান্ড কমিউকেশন এবং বিজ্ঞাপনের শিল্প শিখতে পেরে আমি কৃতজ্ঞ”।