ফোনে তিন তালাক দেওয়া অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনা মহারাষ্ট্রের আহমেদনগরের। ৩১ বছর বয়সী এক মহিলার অভিযোগ তাঁর ৩২ বছর বয়স্ক স্বামী ফোনে হঠাৎই তাঁকে তাৎক্ষিক তিন তালকাক দিকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করেছেন। মহিলার সঙ্গে তাঁর স্বামী থাকতে চান বলেও জানিয়েছেন। যা বেআইনি। এরপরই ওই মহিলা গত শনিবার ভিঙ্গার ক্যাম্প থানায় অভিযোগ দায়ের করেন। মুসলিম মহিলা (বিবাহ সংরক্ষণ ও অধিকার) আইন ২০১৯-এর ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিউটি পার্লারে কাজ করতেন অভিযোগকারিনী। সম্প্রতি দুবাই থেকে সে আহমেদনগরে ফিরেছেন। সেখানে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি। তারপরই স্বামী-স্ত্রী বিবাদ চরমে পৌঁছায়। এর মধ্যেই মুম্বই থেকে ফোনে তিন তালাকের মাধ্যমে স্ত্রীকে সম্পর্ক বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে ওই দম্পতির তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
সুপ্রিম কোর্টের রায়ে ভারতে তাৎক্ষণিক তিন তালাক প্রথা নিষিদ্ধ। এই প্রথায় এ দেশে কোনও পুরুষ তাঁর স্ত্রীকে বিচ্ছেদের ঘোষণা করলে তাঁর তিন বছরের কারাদণ্ডের সাজা হবে বলে আইনে উল্লেখ রয়েছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন