Advertisment

২ বছর পাঁচতারা বিলাসবহুল হোটেলেই স্বর্গসুখ! ৫৮ লাখের বিল না মিটিয়ে পগার পার যুবক, FIR দায়ের   

অঙ্কুশের বিরুদ্ধে বিরাট অভিযোগ...

author-image
IE Bangla Web Desk
New Update
new-delhi-city-crime,Delhi Five Star Hotel, hotel Roseate House, hotel, 5 start hotel, Man stays at 5 star hotel, Man stays without payment, Delhi Police, Ankush Dutta,Delhi news

পাঁচতারা বিলাস বহুল হোটেলকে কার্যত নিজের বাড়ি ভেবে নিয়ে টানা ৬০৩ দিন রাজকীয় বিলাসিতা উপভোগ করলেন এক ব্যক্তি। এরপর ৫৮ লাখের বিল না মিটিয়েই পগার পার ওই ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই শুরু হয় শোরগোল। এই মর্মে থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ।

Advertisment

দিল্লির এক ফাইভ স্টার হোটেল দিনের পর থেকে এক ব্যক্তি বিল পরিশোধ না করেই গা ঢাকা দিয়েছেন। দুই বছর ধরে দিল্লির সেই পাঁচ তারা হোটেলকে কার্যত নিজের বাড়ি বানিয়ে ফেলেছিলেন ওই ব্যক্তি। হোটেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। হোটেলের তরফে জানানো হয়েছে প্রায় দুই বছর ধরে ৫৮  লাখ টাকার থাকা খাওয়ার বিল হয়েছে ওই ব্যক্তির।

পাঁচতারা হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, হোটেলের কয়েকজন কর্মীদের সঙ্গে যোগসাজশে এক ব্যক্তি প্রায় দুই বছর কোন টাকা না দিয়ে হোটেলে ছিলেন। এতে হোটেলের ৫৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের কাছে অবস্থিত হোটেল রোসেট হাউস আইজিআই বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এফআইআর অনুসারে, অঙ্কুশ দত্ত নামের ওই ব্যক্তি ৬০৩ দিন হোটেলে ছিলেন, যার বিলের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৫৮ লাখ টাকা। এফআইআর-এ হোটেল কর্মীদের যোগসাজশের অভিযোগও আনা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করেছে অভ্যন্তরীণ সফ্টওয়্যার সিস্টেমে কারসাজি করে কিছু নগদ টাকা আদায় করেছে হোটেলেরই ফ্রন্ট অফিস বিভাগের কিছু কর্মী। হোটেলের অভিযোগ যে ৩০শে মে ২০১৯ তারিখে হোটেলে চেক ইন করেন অঙ্কুশ দত্ত। এক রাতের একটি রুম বুক করেন তিনি। পরের দিন, ৩১ মে চেক আউট করার কথা ছিল, কিন্তু ২২ জানুয়ারী, ২০২১ পর্যন্ত তিনি হোটেলেই ছিলেন।

হোটেলের নিয়ম অনুযায়ী, অতিথির বকেয়া পাওনা ৭২ ঘণ্টার বেশি হলে, বিষয়টি সিইও এবং অর্থ দফতরে নজরে আনতে হবে। তবে, এক্ষেত্রে তা কেন করা হয়নি তাও খতিয়ে দেখা হচ্ছে।

delhi
Advertisment