/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/arrested.jpeg)
বাসে অশ্লীলতা, তরুণীর ফেসবুক পোস্টের জেরে গ্রেফতার অভিযুক্ত
শহরের পুলিশের কর্মতৎপরতায় মুগ্ধ কলকাতার নাগরিকরা। একইসঙ্গে তাঁদের ক্ষোভ রাস্তাঘাটে যৌন অপরাধের বহর বৃদ্ধিতে।
শনিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন এক তরুণী। সে পোস্টে স্পষ্ট দেখা গেছে বাসের মধ্যে একটু দূরের আসনে বসে অশ্লীল কাজে মগ্ন এক মধ্যবয়স্ক পুরুষ। গোটা ব্যাপারটি নিয়ে বিন্দুমাত্র সংকোচও নেই তার। এই পোস্টের সঙ্গেই ওই তরুণী লেখেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। উত্তর কলকাতার হেদুয়ার কাছে একটি বাসে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই তরুণী। ওই ভিডিওটি কলকাতা পুলিশের ফেসবুক পেজেও পোস্ট করেন ওই তরুণী।
এর পরেই তৎপর হয় পুলিশ। ওই তরুণীর ফেসবুক পোস্টের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। কয়েকঘণ্টার মধ্যেই শ্যামপুকুর থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তিকে। পুলিশ কর্তা সুপ্রতিম সরকার জানিয়েছেন, পেশায় হকার অভিযুক্ত ওই ব্যক্তি বৈদ্যবাটির বাসিন্দা।
কলকাতা পুলিশের ফেসবুক পেজে ধৃত ব্যক্তির ছবি পোস্ট করা হয়েছে।
তবে এ ঘটনার জেরে আরও একটি প্রশ্ন সামনে উঠে আসছে। দিনের বেলায় বাসের মধ্যে এরকম একটি ঘটনাতেও কেন কেউ প্রতিবাদী হলেন না, সে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নাগরিকরা।