বিরাট বিপদ থেকে মাঝ আকাশে কোনমতে রক্ষা প্যারিস-বেঙ্গালুরু বিমানের। মাঝআকাশে ওড়ার সময়ই বিমানের ‘ইর্মাজেন্সি ডোর’ খুলে দিলেন এক যাত্রী। মুহুর্তেই বিমানে তোলপাড় পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বিমানের সকল যাত্রী, অবতরণের পরপরই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
প্যারিস থেকে বেঙ্গালুরুতে উড়ে আসা একটি বিমানের ‘ইর্মাজেন্সি ডোর’ খোলার চেষ্টা করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। ২৯ বছর বয়সী এক ডেটা ইঞ্জিনিয়ার অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম ভেঙ্কট মোহিত পাথিপতি। পরে তিনি জামিনে ছাড়া পান। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফ্রান্সের এক কর্মী পুলিশের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে ১৫-১৬ জুলাইয়ের মধ্য রাতে প্যারিস থেকে বেঙ্গালুরুগামী বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা করেন ওই ব্যক্তি। ১৬ জুলাই তাকে গ্রেফতার করা হয়। ভেঙ্কট মোহিত একটি নামি আমেরিকান কোম্পানিতে ডেটা ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত।
তিনি কী কারণে জরুরি দরজা খোলার চেষ্টা করেন, জানতে চাইলে এ বিষয়ে মোহিত পুলিশকে বলেছেন, 'আমি শুধু দরজা খোলা এবং বন্ধ করার বিষয়টি পরীক্ষা করছিলাম'। সূত্রের খবর, মোহিতের এই পদক্ষেপে অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বিমানটি বেঙ্গালুরুর বিমানবন্দরে অবতরণের পরপরই, বিমানের কর্মীরা পুলিশকে খবর দেয় এবং মোহিতকে হেফাজতে নেওয়ার অনুরোধ জানায়। অভিযোগ নথিভুক্ত এবং এফআইআর দায়ের করার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।