পুনেতে প্রতারণা, গ্রেফতার ভুয়ো IAS আধিকারিক। ভুয়ো আইএএস আধিকারিক হিসাবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুনে পুলিশ। তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব পরিচয়ে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু কেন তিনি পিএমও দফতরের আধিকারিক পরিচয় দিয়ে বেশ কিছু সামাজিক অনুষ্ঠানে হাজির ছিলেন তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুনে পুলিশ। জানা গিয়েছে ভুয়ো আইএএস অফিসারের নাম বাসুদেব নিবৃত্তি তাইদে, বয়স ৫৪।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এক সামাজিক অনুষ্ঠানে কর্মসূচিতে জম্মু ও কাশ্মীরে ত্রাণপরিষেবা পৌঁছে দেওয়ার এক অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন তিনি। বাসুদেব তাইদে তার নাম ডক্টর বিনয় দেব বলে জানান। এসময় তিনি সেখানে উপস্থিত আধিকারিকদের জানান, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব পদে কর্মরত এবং গোপনীয় কাজের জন্য তিনি ওই অনুষ্ঠানে আসেন।
তবে তার গতিবিধি সম্পর্কে পুলিশের সন্দেহ হয়। সংগঠনের আধিকারিকদেরও তাকে আরও প্রশ্ন সন্দেহ হয়। এ ব্যাপারে সংগঠনের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুনের ইউনিট I-এর আধিকারিকরা ওই ব্যক্তিকে তার তালেগাঁওয়ের বাড়ি থেকে গ্রেফতার করেন। এরপর পুলিশি জেরার তিনি জানান তার নাম বাসুদেব নিবৃত্তি তাইদে । চতুরশ্রুঙ্গি থানায় আইপিসি ধারা 419, 170 এর অধীনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।