/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/lions.jpg)
জোড়া সিংহের আক্রমণে চণ্ডীগড়ের কাছে মহেন্দ্র চৌধুরী চিড়িয়াখানায় রবিবার মৃত্যু হল অজ্ঞাতপরিচয়য় এক ব্যক্তির। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান৩০ ফুট উঁচু দেওয়াল ডিঙিয়ে চিড়িয়াখানার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করতে গিয়েই এই বিপত্তি হয়।
রবিবার ২ কিলোমিটার বিস্তৃত সাফারি এলাকায় চারটি সিংহকে ছাড়া হয়েছিল। রেঞ্জ অফিসার হরপল সিং জানিয়েছেন আক্রমণের খবর পাওয়ার মিনিট ছয়েকের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছিল উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
আরও পড়ুন, ৩০,০০০ কোটি টাকা এসেছে, বলছেন মন্ত্রী, অথচ কমছে গুজরাতে বস্ত্র উৎপাদন
চিড়িয়াখানার সাফারি বাস চালক জনি প্রথম নিয়ন্ত্রিত এলাকার মধ্যে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখেন। সাংবাদিকদের জনি জানিয়েছেন, ওই ব্যক্তি হয় মানসিক ভারসাম্যহীন ছিলেন, নাহলে মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রিত এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সাফারি পার্কের সিংহদের মধ্যে শিল্পাকে ওই ব্যক্তিকে টেনে নিতে দেখে জনি খবর দেন তার কন্ট্রাক্টরকে। সেখান থেকে খবর পৌঁছয় রেঞ্জ অফিসারের কাছে। শিল্পার সঙ্গে আর এক সিংহ যুবরাজকেও ওই অঞ্চলে ঘোরাফেরা করতে দেখেন জনি। বাস নিয়ে সাফারি পার্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় হর্ন এবং হুইসল বাজিয়ে পশুরাজেদের ভয় দেখানোর চেষ্টা করেও ব্যর্থ হয় জনি।
রেঞ্জ অফিসার হরপল সিং জানিয়েছেন রবিবার দুপুর আড়াই টে নাগাদ ওই ব্যক্তির সাফারি পার্কে ঘুরে বেড়ানোর খবর পেয়ে উদ্ধারকারী দল এসে সিংহের হাত থেকে বাঁচায়। কিন্তু ততক্ষণে গুরুতর জখম হয়েছেন ব্যক্তি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি আহত ব্যক্তিকে।
ব্যক্তির সঙ্গে কোনো মোবাইল বা নথি না থাকায় এখনও পরিচয় জানতে পারেনি চন্ডীগড় পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২০ থেকে ৩০ এর মধ্যে।